প্যারিস ডায়মন্ড লিগে দুরন্ত ফর্মে অবিনাশ সাবলে,ভাঙলেন স্টিপলচেজে নিজের জাতীয় রেকর্ড

শুভব্রত মুখার্জি:- ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক গেমসের আসর। এইবারের গেমসে ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রতিনিধিত্ব করবেন অবিনাশ সাবলে। ভারতের এই স্টিপলচেজার তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে নেমেছিলেন প্যারিস ডায়মন্ড লিগে। সেখানেই দুরন্ত ফর্মে ধরা দিলেন তিনি। গড়লেন এক নয়া নজির। জাতীয় পর্যায়ে স্টিপলচেজে নয়া নজির গড়েছেন তিনি।অবিনাশ সাবলে তাঁর পারফরম্যান্সের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন সঠিক সময়ে তিনি তাঁর ফর্মের চূড়ায় উঠছেন। আর সেই রেশ ধরে রেখেই ৩০০০ মিটার স্টিপলচেজে নয়া নজির গড়েছেন অবিনাশ।

 

ঐতিহ্যবাহী প্যারিস ডায়মন্ড লিগে তিনি শেষ পর্যন্ত ষষ্ঠ স্থানে শেষ করেছেন। হেরে গেলেও তাঁর লড়াকু পারফরম্যান্স খুবই আশাপ্রদ।২৯ বছর বয়সী ভারতীয় অ্যাথলিট এদিন তাঁর প্রতিযোগিতা শেষ করতে সময় নিয়েছেন ৮ মিনিট এবং ৯.৯১ সেকেন্ড। যা এক নয়া জাতীয় নজির। এর আগে ও এই নজির ছিল সাবলের। তিনি এর আগে ৮:১১:২০ মিনিট সময়ে তাঁর প্রতিযোগিতা শেষ করে জাতীয় রেকর্ড গড়েছিলেন।যা তিনি নিজেই ভেঙে দিয়েছেন। ২০২২ সালে এই নজির গড়েছিলেন সাবলে। এদিনে প্রথম স্থানে প্রত‌্যাশামতো শেষ করেছেন ইথিওপিয়ার আব্রাহাম সাইম। তিনি সময় নিয়েছেন ৮:০২:৩২ মিনিট।দ্বিতীয় স্থানে রয়েছেন কেনিয়ার অ্যামোস সেরেম। তিনি ৮:০২:৩৬ মিনিটে তাঁর প্রতিযোগিতা শেষ করেন।

তৃতীয় স্থানে শেষ করেছেন কেনিয়ার আব্রাহাম কিবিয়োউ। তিনি ২০২৩ সালের বিশ্ব বিশ্বচ্যাম্পিয়নশিপে জিযেছিলেন ব্রোঞ্জ। ২০২২ সালের কমনওয়েলথ গেমসেও তিনি জিতেছেন‌ রুপোর পদক। ৮:০৬:৭০ মিনিট সময়ে তিনি তাঁর প্রতিযোগিতা শেষ করেন। মহারাষ্ট্রের মান্ডওয়া গ্রামে জন্ম হয়েছিল সাবলের।এই নিয়ে ১০ বার জাতীয় নজির ভাঙার রুপকথা লিখলেন সাবলে। এর আগে এই বছরে মাত্র দুটি স্টিপলচেজ টুর্নামেন্ট খেলেছেন সাবলে। ফলে প্যারিস ডায়মন্ড লিগ খেলা এবং সেখানে পারফরম্যান্স করা ছিল সাবলের জন্য গুরুত্বপূর্ণ।আর সেটাই করে দেখালেন তিনি। শেষ এশিয়ান গেমস থেকেও সোনা‌ জিতেছেন সাবলে। তিনি তাঁর আগের জাতীয় রেকর্ড থেকে কমপক্ষে ১২ সেকেন্ড সময় এবার বাঁচাতে সক্ষম হয়েছেন তিনি।

2024-07-09T06:43:40Z dg43tfdfdgfd