QATAR'S CONTROVERSIAL GOAL VS INDIA: কাতারের বিতর্কিত গোল, পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে ফিফার দ্বারস্থ AIFF

স্বপ্ন পূরণ হল না ইগর স্টিম্যাচের টিমের। আরে সেটাও অযোগ্য রেফারির জন্য। মঙ্গলবার কাতারের বিরুদ্ধে ১-২ হেরে মাঠ ছাড়তে হয় ভারতকে। তবে তাদের স্বপ্নের মাঝে এদিন বাধা হয়ে দাঁড়িয়েছেন রেফারি। কাতারকে একটি বিতর্কিত গোল উপহার দিয়েই ভারতের টিম স্পিরিটে ধাক্কা এই ম্যাচের রেফারি। আর তাতেই মানসিক ভাবে কিছুটা বিক্ষিপ্ত হয়ে পড়ে টিম ইন্ডিয়া। যার জেরে দ্বিতীয় গোল হজম করতে হয় গুরপ্রীত সিং সান্ধুদের। সেই সঙ্গে বিশ্বকাপের কোয়ালিফায়ারে ভারতের তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নও শেষ।

কাতারের বিতর্কিত গোল

এদিন প্রথমার্ধেই ভারত ১-০ এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধের চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু ম্যাচের ৭৩ মিনিটে কাতারের বিতর্কিত গোলেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছে, বল লাইন অতিক্রম করে বেরিয়ে যাওয়া সত্ত্বেও, মাঠের বাইরে থেকে বল টেনে এনে জালে জড়ান কাতারের ফুটবলার ইউসুফ আইমেন। ভারতীয় ফুটবলারদের প্রতিবাদ সত্ত্বেও গোল বাতিল করা হয়নি। তবে সিদ্ধান্ত হজম করতে পারছে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিফা)-কে চিঠি লিখে হস্তক্ষেপের দাবি করেছে তারা। এই বিতর্কিত গোল নিয়ে তদন্তের দাবি করলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।

আরও পড়ুন: বিতর্কিত গোলে কপাল পুড়ল, ১-২ হেরে স্বপ্নভঙ্গ হল ভারতের

ফিফার কাছে তদন্তের দাবি ফেডারেশনের

চার জায়গায় প্রতিবাদ জানিয়েছে ভারত। ফেডারেশনের চিফ রেফারিং অফিসারের সঙ্গে আলোচনা করে ফিফার টুর্নামেন্ট কোয়ালিফায়ারের প্রধান, রেফারিদের হেড এবং এএফসির প্রতিযোগিতার প্রধানকে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্তের দাবিতে ম্যাচ কমিশনারকেও চিঠি দেওয়া হবে।

আরও পড়ুন: আরও দু' বছরের জন্য ইস্টবেঙ্গলেই থাকছেন তারকা স্প্যানিশ মিডিও, ৫ ফুটবলারকে ছাড়ল লাল-হলুদ

ফেডারেশনের চিফ রেফারিং অফিসারের সঙ্গে আলোচনা করে ফিফার টুর্নামেন্ট কোয়ালিফায়ারের প্রধান, রেফারিদের হেড এবং এএফসির প্রতিযোগিতার প্রধানকে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্তের দাবিতে ম্যাচ কমিশনারকেও চিঠি দেওয়া হবে। সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে বলেন, ‘এআইএফএ সব সময়ে চায় খেলোয়াড়ি মনোভাব বজায় থাকুক। ঠিকঠাক ভাবে নিয়ম পালন করা হোক। কাতার ম্যাচের পরে আমরা এআইএফএফ-এর চিফ রেফারিং অফিসারের সঙ্গে আলোচনা করে ফিফা হেড অফ কোয়ালিফায়ার্স, এএফসি হেড অফ রেফারিস, এএফসি হেড অফ কম্পিটিশনস ও ভারত-কাতার ম্যাচের কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। যে ভুলের জন্য ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে গেল, সেই ভুল খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।’

আরও পড়ুন: ড্র করে লড়াই কঠিন করল ভারত, মাথা নীচু করে মাঠ প্রদক্ষিণ সুনীলের, গার্ড অফ অনার,চোখের জলে জানালেন বিদায়

কল্যাণ আরও যোগ করেন, ‘বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কাতারের কাছে হার ভারতের গোটা ফুটবল মহলের কাছে হতাশাজনক। হার-জিত খেলারই অঙ্গ। আমরা সেটা সম্মানের সঙ্গে মেনে নিই। কিন্তু ভারতের বিরুদ্ধে যে দু'টি গোল হয়েছে, তার মধ্যে একটি গোল অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছি। অন্যায় হয়ে থাকলে তার ক্ষতিপূরণ দেওয়ারও অনুরোধ করা হয়েছে। আশা করছি, খেলার মর্যাদা বজায় রাখতে ফিফা এবং এএফসি যথাযথ পদক্ষেপ নেবে।’ এখন দেখার, ফেডারেশনের সভাপতির চিঠিতে আদৌ কিছু বদলায় কিনা! আবার কি নতুন করে খেলা হতে পারে ভারত-কাতার ম্যাচ?

2024-06-12T13:30:40Z dg43tfdfdgfd