MIRABAI CHANU MEDAL IN WORLD CHAMPIONSHIP: ফর্মে ফিরলেন অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু, বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতলেন রুপো

তারকা ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে রুপো পদক জিতলেন। এর আগে তিনি দু'বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন। মীরাবাই চানু ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং ২০২২ সালে তিনি রুপো পদক জিতেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। আর এবার তিনি মোট ১৯৯ কেজি (স্ন্যাচে ৮৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি) উত্তোলন করে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন মীরাবাই চানু। শেষবার তিনি ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি উত্তোলন করেছিলেন ২০২১ সালের টোকিও অলিম্পিকে। সেখানেও তিনি রুপো জিতেছিলেন।

এদিকে চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে উত্তর কোরিয়ার রি সং ঘুম ২১৩ কেজি উত্তোলন করে স্বর্ণপদক জিতলেন এবং থাইল্যান্ডের থানিয়াথন সুচারন ১৯৮ কেজি উত্তোলন করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এদিকে এই প্রতিযোগিতায় রুপো পেলেও মীরাবাই চানুর শুরুটা ভাল ছিল না। তিনি স্ন্যাচ বিভাগে ৮৭ কেজি ওজন তুলতে গিয়ে দু'বার ব্যর্থ হয়েছিলেন। তবে ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরিতে তিনি তাঁর সেরাটা দিয়েছেন এবং তিনটি প্রচেষ্টাতেই সাফল্য অর্জন করেছেন। তিনি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে স্বাচ্ছন্দ্যে ১০৯ কেজি, ১১২ কেজি এবং ১১৫ কেজি ওজন উত্তোলন করেছিলেন।

মীরাবাই চানুর এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জয় লক্ষণীয় কারণ তিনি ৪৯ কেজি ওজন বিভাগ থেকে নেমে এসেছেন। এর আগে, চানুর প্রধান কোচ বিজয় শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন যে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মীরাবাই চানুর লক্ষ্য ছিল ২০০ কেজির সীমা অতিক্রম করা। সেই লক্ষ্য পূরণ না হলেও টার্গেটের দোড়গোড়ায় পৌঁছে যান মীরাবাই চানু। এবং এরই সঙ্গে রুপোর পদক ঝুলল তাঁর গলায়। এর আগে ২০২২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন মীরাবাই, চলতি বছরে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও সোনা জেতেন তিনি। তবে গতবছর প্যারিস অলিম্পিকে মীরাবাই চানু চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করেন। সেখানেও ১৯৯ কেজি ওজন তুলেছিলেন তিনি। তবে ব্রোঞ্জ মেডেল জয়ী থাই ভারোত্তোলকের থেকে ১ কেজি নীচে ছিলেন চানু।

2025-10-03T06:33:03Z