ECUADORIAN GOALKEEPER PASSED AWAY AT 20: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২০ বছরের গোলকিপারের, শোকস্তব্ধ ফুটবল বিশ্ব

ইউরো ও কোপার উত্তাপে গা সেঁকার পরেই ঘোর দুঃসংবাদ পেল ফুটবল বিশ্ব। অকালেই থেমে গেল দুর্দান্ত এক প্রতিভার যাত্রা। মাত্র ২০ বছর বয়সে প্রয়াত হলেন ইকুয়েডরের অত্যন্ত সম্ভাবনাময় গোলকিপার জাস্টিন কর্নেজো।

গত রবিবার দুর্ঘটনার শিকার হন জাস্টিন। পড়ে গিয়ে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে বলে খবর। তরুণ ফুটবলারকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালেই তাঁর ব্রেন ডেথ হয়। স্বাভাবিকভাবেই জাস্টিনের মৃত্যুতে শোকের ছায়া ইকুয়েডরের ফুটবলমহলে।

জাস্টিন ইকুয়েডরের প্রথম সারির ক্লাব বার্সেলোনা এসসি-র হয়ে খলতেন। তিনি ছিলেন দলের তৃতীয় পছন্দের গোলকিপার। ক্লাবের সতীর্থরা জাস্টিনকে দেখতে হাসপাতালে ছুটে যান। তবে বন্ধুকে হারিয়ে তাঁদের ভেঙে পড়তে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন সকলেই।

কর্নেজোর ক্লাবের তরফে তাঁর মৃত্যু নিয়ে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে সতীর্থ ফুটবলাররা শোক জ্ঞাপনেই সামনে আসে জাস্টিনের মৃত্যুর খবর। জাস্টিনের এক ক্লাব সতীর্থ ডিলান লিউক সোশ্যল মিডিয়ায় লেখেন, ‘শান্তিতে ঘুমিয়ে থাকো ছোট ভাই। তোমাকে বিদায় জানানো যন্ত্রণার। আমাদের সঙ্গে যে সব অবিস্মরণীয় মুহূর্তগুলো কাটিয়েছ, সেগুলো সযত্নে লালন করব সারা জীবন। তুমি অসাধারণ মানুষ ছিলে এবং থাকবে। বন্ধুর থেকেও বেশি তুমি ছিলে আমার ভাই।’

ইকুয়েডর ফুটবল সংস্থাও জাস্টিনের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে। সিনিয়র দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ না হলেও জুনিয়র ফুটবলে ইকুয়েডরের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জাস্টিন।

2024-07-16T14:41:29Z dg43tfdfdgfd