COPA AMERICA 2024: গোল করলেন আলভারেজ, মেসি, কানাডার বিরুদ্ধে দাপুটে জয়ে টানা দ্বিতীয় বার কোপার ফাইনালে আর্জেন্তিনা

ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসাবে টানা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে স্পেন। তাদের সেই রেকর্ডে ভাগ বসাতে পারবে আর্জেন্তিনা? সেই সম্ভাবনা জোরালো হল। ভারতীয় সময়ে বুধবার সকালে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ওঠার পর স্পেনের অনন্য কীর্তি ছোঁয়ার পথে আর্জেন্তিনার সামনে এখন কাপ আর ঠোঁটের দূরত্ব।

২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো জয় করেছিল স্পেন। এবার সেই সুযোগ আর্জেন্তিনার সামনে। বৃহস্পতিবার উরুগুয়ে এবং কলম্বিয়া ম্যাচের জয়ী দলের বিপক্ষে ভারতীয় সময়ে সোমবার ভোরে ফাইনালে খেলতে নামবে লিয়োনেল স্কালোনির দল।

আমেরিকার নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে বুধবার কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২–০ গোলে হারায় আর্জেন্তিনা। ম্যাচের ২২ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলের পর, ৫১ মিনিটে দ্বিতীয় গোলটি লিয়োনেল মেসির। ফাইনালের আগে মেসি গোল করায়, স্বস্তি ফিরেছে আর্জেন্তিনা শিবিরে।

২০২১ কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপও জিতেছে লিয়োনেল স্কালোনির টিম। এবার ফের কোপা আমেরিকা শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। মজার বিষয় হল, গত বিশ্বকাপে আর্জেন্তিনার সেমিফাইনাল ম্যাচেও সেই মেসি এবং আলভারেজই গোল করেছিলেন। এবার কোপার সেমিতেও একই ঘটনার পুনরাবৃত্তি। যে কারণে, ফের ট্রফি জয়ের স্বপ্নে বুঁদ আর্জেন্তিনার ভক্তরা।

বিস্তারিত আসছে….

2024-07-10T02:46:54Z dg43tfdfdgfd