প্রকাশিত হয়ে গেল এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ বিন্যাস। এই লিগে খেলছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। একদিন আগেই শিলং লাজংয়ের বিপক্ষে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে হেরে গেছে ইস্টবেঙ্গল, স্বাভাবিকভাবেই মন মেজাজ ভালো নেই কার্লেস কুয়াদ্রাতের দলের। কদিন আগে বিদেশি ক্লাব অলটিন আসিরের কাছে হারলেও সেই ম্যাচে ভালো লড়াই করেছিল লালহলুদ শিবির। কিন্তু শিলংয়ের বিপক্ষে সেই চেনা ছন্দেই দেখা যায়নি দিমিদের।
ডিফেন্ডসের প্রভাত লকরা, লালচুননুঙ্গারা তেমন নজর কাড়তে পারেননি। হেক্টরকে বাধ্য হয়ে নামানো হলেও তিনি কার্যত বিনা অনুশীলনেই খেলতে নামেন। এতদিন লালচুননুঙ্গার সঙ্গে খেলে আসলেও বোঝাপড়া ঠিকঠাক গড়ে ওঠেনি হিজাজি মাহেরের সঙ্গে। লাজং ম্যাচে বাদে হারের পর এই সব নিয়েই বেজায় চিন্তায় ইস্টবেঙ্গল, এই আবহেই প্রকাশ্যে এল লালহলুদের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ।
আরও পড়ুন-DC ছেড়ে ধোনির পরিবর্তে CSK-তে ঋষভ? পন্তের পোস্টে ব্যাপক জল্পনা…
গ্রুপ এ তে রয়েছে ভারতের ক্লাব ইস্টবেঙ্গল এফসি (কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন)
গ্রুপ এত রয়েছে ভুটানের ক্লাব পারো এফসি (ভুটানিজ প্রিমিয়র লিগের চ্যাম্পিয়ন)
একই গ্রুপে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস (বাংলাদেশ প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন)
এই গ্রুপে আরেক শক্তিশালী দল লেবাননের নেজমাহ এফসি( লেবানিজ প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন)
২০২৪-২৫ এএফসি চ্যালেঞ্জ কাপের আসর বসছে ভুটানে। সেখানে ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে গ্রুপের চার দলের ম্যাচ সব ম্যাচ। রাউন্ড রবিন ফরম্য়াটে সিঙ্গল লেগের ম্যাচ হবে। সেখানে থেকে গ্রুপ টপাররা সরাসরি নকআউটে যাবে, একটি সেরা রানার্স আপ দলও যাবে কোয়ার্টারে।
এই গ্রুপ তুলনামুলকভাবে ইস্টবেঙ্গলের কাছে সহজই। কারণ লালহলুদের এবছরের যা দল তাতে নেজমাহ এফসি ছাড়া আর কাউকেই ভয় পাওয়ার কারণ নেই দিয়ামানতাকোস, ক্লেইটন সিলভা, সাউল ক্রেসপোদের। তবে গতবার এই গ্রুপেরই এক দল বসুন্ধরা এফসির সঙ্গে জিততে পারেনি তারকাখচিত মোহনবাগান দল,তাই বাকি দলকে যথেষ্ট সমীহের চোখেই দেখছে লালহলুদ শিবির। কুয়ালালামপুরে বৃহস্পতিবারই এই ড্র অনুষ্ঠিত হয়। এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল হেরে গেছিল অলটিন আসিরের কাছে ৩-২ গোলে। চলতি বছরের শুরু কলিঙ্গ সুপার কাপ জেতার সুবাদে এএফসির এই প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পায় ইস্টবেঙ্গল।
আরও পড়ুন-ভারতের বিপক্ষে ৫-০ করব! বর্ডার গাভাসকর ট্রফির আগে হুঙ্কার মিচেল স্টার্কের!
২০১৩ সালে এএফসি কাপে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল ইস্টবেঙ্গল। ২০১৫ সালে শেষবার এএফসির কোনও প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলেছিল লালহলুদ শিবির। এরপর প্রায় ৯ বছর পর আবারও এএফসির কম্পিটিশনের গ্রুপ পর্বে খেলবে ইস্টবেঙ্গল ক্লাব।
2024-08-22T10:16:16Z dg43tfdfdgfd