তুমি অন্যতম সুন্দরী মহিলা:- মনু ভাকেরকে উদ্দেশ্য করে সাংবাদিকের মন্তব্য,ধুয়ে দিল নেটিজেনরা

শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমস শেষ হয়েছে কয়েকদিন আগেই। এই গেমস শুরুর আগে অনেক ভারতীয় ক্রীড়া সমর্থকের কাছে অচেনা নাম ছিল ' সাঁতিউরক্স' শুটিং সেন্টার। প্যারিস শহরের প্রাণকেন্দ্র থেকে এই কেন্দ্রে পৌঁছাতে সময় লাগে তিন ঘন্টারও বেশি। ভারতীয় শুটার মনু ভাকেরের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছে এই শুটিং সেন্টার। সদ্য শেষ হওয়া অলিম্পিক্সের এই শুটিং রেঞ্জ থেকে দু দুটি পদক ভারতের হয়ে জিতেছেন মনু ভাকের। এই প্যারিস গেমসের প্রথম পদকটি ও এসেছে এই মনু ভাকেরের হাত ধরেই। পিভি সিন্ধু,সুশীল কুমাররা ভারতের হয়ে দুটি করে অলিম্পিক পদক পেলে ও তারা কিন্তু তা পেয়েছিলেন দুটি আলাদা অলিম্পিক্সে। ২২ বছর বয়সী মনু কিন্তু প্রথম ভারতীয় হিসেবে এক গেমসেই পেয়েছেন দুটি পদক। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে গোটা দেশে তাঁকে নিয়ে আলাদা একটা উচ্ছ্বাস,উন্মাদনা কাজ করছেই। ইতিমধ্যেই দেশে ফিরেছেন তিনি। আপাতত রয়েছেন বিশ্রামে। কয়েকদিন বাদেই ফিরবেন অনুশীলনে। দেশে ফেরার পরে সেই মনুকে নিয়ে এবার এক আলটপকা মন্তব্য করে জোর ফাঁসা ফেঁসেছেন এক সাংবাদিক।

আরও পড়ুন-জেদ দেখাতে গিয়ে বাদ পড়েছিলেন! বুচিবাবুতে ফিরেই ইশান দেখালেন তাঁর ক্ষমতা! জোড়া ছয়ে ম্যাচ জয় ঝাড়খণ্ডের…

সোশ্যাল মিডিয়াতে তাঁকে নেটিজেনরা একেবারে ধুয়ে দিয়েছে।কি বলেছিলেন ওই সাংবাদিক! মনুকে উদ্দেশ্য করে তার মন্তব্য ছিল ক্রীড়ার জগতে আপনি অন্যতম আকর্ষণীয় এক মহিলা! ওই সাংবাদিক মন্তব্য করেন ' অন্যতম আকর্ষণীয় মহিলা আপনি।ভারতীয় অলিম্পিক গেমসের ইতিহাসে অন্যতম সুন্দরী মহিলা অ্যাথলিট আপনি।' 

এই কথার পরিপ্রেক্ষিতে নেটিজেনরা একেবারে ধুয়ে দেন ওই সাংবাদিককে। কারুর কারুর বক্তব্য ছিল এই ধরনের 'সেক্সিস্ট' মন্তব্য ওই সাংবাদিকের খারাপ মানসিকতার পরিচায়ক। একজন লেখেন 'একজন অত্যন্ত প্রতিভাবান শুটার মনু। তাঁর ট্যালেন্টের প্রশংসা না করে তাঁর রুপ, তাঁর শারীরিক উপস্থিতির বর্ননা দিয়ে তাঁর যে কৃতিত্ব তাঁকেই ছোট করা হচ্ছে। ' আরো একজন বলেন ' এইভাবে মনুর কৃতিত্বকে ইচ্ছা করে ছোট করে দেখানো হচ্ছে।' অপর নেটিজেনের বক্তব্য ' ওটা (সাংবাদিক) একটা ইডিয়েট। জানেই না যে কিভাবে দেশের সেরা সন্তানদের সম্মান দিতে হয়।'

আরও পড়ুন-১৯ জানুয়ারি অনূর্ধ্ব ১৯ মহিলা T20 বিশ্বকাপে অভিযান শুরু ভারতের!প্রতিপক্ষ উইন্ডিজ

ঠিক এক ঘটনা ঘটেছে ভারতের আরেক চ্যাম্পিয়ন অ্যাথলিট নীরজ চোপড়াকে নিয়েও। নীরজের সঙ্গে মনু ভাকেরের গল্প করার,আড্ডা দেওয়ার বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়। যারপর অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই দুই অ্যাথলিটের সম্পর্ক নিয়ে অযথা গুঞ্জন তৈরির চেষ্টা করেন। তারপর এবার মনুর উদ্দেশ্য এক সাংবাদিকের করা এমন অসংবেদনশীল মন্তব্য বিষয়টিকে আরো জটিল করেছে। 

আরও পড়ুন-RG কর-এর ঘটনায় প্রতিবাদে সামিল ফুটবলার-সমর্থকরা! তবে দেখা মিলল না কোনও দলের কর্তাদের…

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারী ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেছেন ' একদম জোকার আপনি। সাংবাদিকতার নামে এই জোকারপনা আপনি বন্ধ করুন।' অপর আরেকজনের মতামত ' আপনি ছোটবেলাতে সহবত শেখেননি? ভদ্রতা কাকে বলেন জানেন না? নাকি সেই শিক্ষা আপনাকে দেওয়া হয়নি?' আরেক নেটিজেন মন্তব্য করেছেন ' আপনি পুরুষ জাতির কলঙ্ক। একজন দেশের নায়ককে কিভাবে সম্মান দিতে হয় তা আগে শিখুন।'

2024-08-18T17:52:46Z dg43tfdfdgfd