আমেরিকায় নিজের ফ্ল্যাটে মিলল পাঁচবারের অলিম্পিয়ানের নিথর দেহ, মৃত্যুর ‘কারণ’ জানাল পুলিশ

শুভব্রত মুখার্জি:- ভেনেজুয়েলার অলিম্পিক গেমসের ইতিহাসে অন্যতম তারকা তাদের সাইক্লিস্ট ড্যানিয়েলা চিরিনোস। দেশের হয়ে পাঁচ পাঁচবার অলিম্পিক গেমসে খেলেছেন তিনি। তাঁর মৃতদেহ উদ্ধার হল আমেরিকাতে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় খাবার আটকে মৃত্যু হয়েছে তার। কারণ তাঁর খাদ্যনালিতে সলিড খাবারের উপস্থিতি পাওয়া গিয়েছে।

চিকিৎসা বিজ্ঞানের ভাষাতে যাকে বলে 'অ্যাসফিজিয়াশান'। আমেরিকার লাস ভেগাসে তিনি নিজের অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকেই উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। তাঁর মৃত্যু অনেকদিন আগেই ঘটেছে বলে অনুমান। বিশেষজ্ঞদের মতে সম্ভবত ১১ অগস্ট মারা গিয়েছেন।

ইতিমধ্যেই তিনি তাঁর সাইক্লিংয়ের জগত থেকে অবসর নিয়েছেন। ৫০ বছর বয়সী এই অলিম্পিয়ান লাস ভেগাসে একটি হোটেলে কাজ করতেন। সেখানে তিনি কাজে যোগ দেননি তাঁর রোস্টার মতন। এরপরেই তাঁর খোঁজ পড়ে। তার অ্যাপার্টমেন্টে যাওয়া হয়। সেখান থেকেই উদ্ধার হয় তাঁর প্রাণহীন নিথর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান গলাতে খাবার আটকে যাওয়াতেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে তারা চূড়ান্তভাবে এখনও কোন কিছু বলতে নারাজ।

আরও পড়ুন:- Karun Nair Gets Another Fifty: টেস্টে ফেরার স্বপ্ন নিয়ে T20-তে তাণ্ডব ভারতের উপেক্ষিত নায়কের, পরপর ৩ ম্যাচে ব্যাটে ঝড়

প্রসঙ্গত ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক গেমসে অভিষেক হয়েছিল চিরিনোসের। এরপর তিনি ১৯৯৬ আটলান্টা, ২০০০ সিডনি, ২০০৪ এথেন্স এবং ২০১২ লন্ডন অলিম্পিক গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০০২ সালে তিনি সেন্ট্রাল আমেরিকান গেমস এবং ক্যারিবিয়ান গেমসে সোনা জিতেছিলেন।

আরও পড়ুন:- IPL 2025 Player Retention: এই ৫ ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দিতে পারে RCB

পাশাপাশি ভেনেজুয়েলার ঘরোয়া রাজনীতির ক্ষেত্রেও তিনি সক্রিয় ছিলেন যথেষ্ট। প্রাক্তন সভাপতি হুগোকেও একহাত নিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল হুগো সাভেজ এবং ক্রীড়ামন্ত্রী হেক্টর রদ্রিগেজ বাস্তবে অস্তিত্ব নেই এমন রেসিং ডাইভারের নামে টাকা দেশ থেকে চালান করা হত। ২০১৩ সালে ভেনেজুয়েলাতে নয়া নির্বাচন হয়। দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। তাঁর রাজত্বকালকে সৈরাচারী রাজত্বকাল বলে আখ্যা দেন।

আরও পড়ুন:- ICC Chairman Election: দায়িত্ব ছাড়ছেন বার্কলে, ডিসেম্বরে ICC চেয়ারম্যান হওয়ার রাস্তা পরিস্কার জয় শাহর!

তারপরেই তাঁর দেশে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পরেই লাস ভেগাসের হোটেলে কাজ শুরু করেন তিনি। পাশাপাশি মিয়ামিতে উবেরের গাড়িও চালান তিনি। ক্লার্ক কাউন্টি করোধারের অফিস থেকে জানানো হয়েছে মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখন তদন্ত চলছে। ফলে এর বাইরে কিছু বলা সম্ভব নয়। চূড়ান্ত কারণ ও বলা অনুচিত বলে জানানো হয়েছে।

2024-08-22T01:46:10Z dg43tfdfdgfd