Hardik Pandya: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট থেকে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ইতিমধ্যে বিদায় নিয়েছে। রবিবার (১ জুন) টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচে তারা পঞ্জাব কিংসের (Punjab Kins) বিরুদ্ধে খেলতে নেমেছিল। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি ৫ উইকেটে হেরে যায়। আর সেইসঙ্গে ১১ বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে যোগ্যতা অর্জন করে পঞ্জাব কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচে মুম্বইয়ের এই পরাজয়ের পিছনে অনেকেই হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিকে কাঠগড়ায় তুলেছেন। বলতে শুরু করেছেন, হার্দিকের অধিনায়কত্বে এই ৫ ভুলই মুম্বই ইন্ডিয়ান্সের পরাজয়ের জন্য দায়ী। আসুন, সেগুলো নিয়ে আলোচনা করা যাক।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। অভিযোগ উঠছে, এই ম্য়াচে মুম্বইয়ের পেস তারকা জসপ্রীত বুমরাহকে নাকি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহার করতে পারেননি হার্দিক পান্ডিয়া। ডেথ ওভারে বুমরাহ যে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেকথা কারোর কাছেই অজানা নয়। কিন্তু, সেখানেই বুমরাহকে ব্যবহার করলেন না হার্দিক। আর সেকারণেই শ্রেয়স আইয়ার হাত খুলে রান করার সুযোগ পেয়ে যান। পরে হার্দিক অবশ্য নিজেও স্বীকার করেছেন যে বুমরাহকে ওই জায়গায় ব্যবহার করলে ফলাফল হয়ত বদলালেও বদলাতে পারত।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচে হার্দিক পান্ডিয়া এবং মিচেল স্যান্টনার দুজনেই নিজেদের কোটার ৪ ওভার পূরণ করতে পারেননি। যদি ম্য়াচের কঠিন পরিস্থিতি সেটাই দাবি করছিল। হার্দিকের এই সিদ্ধান্তের কারণে জয়ের সুযোগ হাতছাড়া করে মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে পঞ্জাব কিংসের (Punjab Kings) মিডল অর্ডার রানের গতিটা পেয়ে যায়।
Shreyas Iyer: শ্রেয়সকে ছেড়ে ভেঙ্কটেশকে 'জামাই আদর'? চুন-চুন কে বদলা প্রাক্তন KKR অধিনায়কের
গোটা টুর্নামেন্ট জুড়ে মুম্বই ইন্ডিয়ান্স ধারাবাহিকভাবে নিজেদের স্লো ওভার-রেট অব্যাহত রাখে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ মিলিয়ে তো মোট ৩ বার মুম্বই ইন্ডিয়ান্স স্লো ওভার-রেটের কবলে পড়ল। সেকারণে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার থেকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি শাস্তির কবলে পড়েছেন দলের অন্য ক্রিকেটাররাও। এই ধরনের ভুলভ্রান্তি শুধুমাত্র যে একজন ক্রিকেটারের আর্থিক ক্ষতি করে শুধুমাত্র তাই নয়, গোটা দলের অন-ফিল্ড পারফরম্য়ান্সের উপরেও প্রত্য়ক্ষ প্রভাব পড়ে।
Hardik Pandya Crying: মুম্বই হারতেই কেঁদে ফেললেন হার্দিক, নিমেষে ভাইরাল হল সেই ভিডিও! দেখে নিন
২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের গোটা মরশুম জুড়ে অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার সিদ্ধান্ত একাধিকবার সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে বোলিং পরিবর্তন এবং ফিল্ড সেটিং নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। পঞ্জাব কিংসের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি স্যান্টনারের উপর যথাযোগ্য বিশ্বাস রাখতে পারলেন না। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, যেভাবে তিনি বোলিং পরিবর্তন করেছেন, সেটাকে বোকামি ছাড়া আর কিছুই বলা যেতে পারে না।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এলিমিনেটর ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স তিনটে নো বল করেছিল। এরমধ্যে দুটো করেন হার্দিক পান্ডিয়া। আর ফাইনাল ওভারে দীপক চাহার একটি নো-বল করেন। এই ভুলগুলো যথেষ্ট নির্ণায়ক হয়ে উঠেছিল এবং গুজরাট ম্য়াচটাকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল। ম্যাচের পর হার্দিক এটাকে 'ক্রাইম' বলে উল্লেখ করেন।
2025-06-02T08:03:24Z