MOHUN BAGAN SUPER GIANT: ডার্বির আগে মোহনবাগানকে নিয়ে বড় খবর! 'হুঙ্কার' ছাড়লেন হোসে মলিনা

Super Cup 2025: চলতি মরশুমে এই নিয়ে মোট চতুর্থবার কলকাতা ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। পরিসংখ্যানের বিচারে লাল-হলুদ ব্রিগেড এখনও পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে ইস্টবেঙ্গল এফসি বাজিমাত করলেও, আইএফএ শিল্ড জিতে কিন্তু চমক দিয়েছিল মোহনবাগান। এই পরিস্থিতিতে শুক্রবার (৩১ অক্টোবর) যে মেরিনার্সরা প্রতিশোধের ডার্বি খেলতে মাঠে নামবে, তা এক প্রকার বলা যেতেই পারে। সমতা ফেরাতে পারবে মর্যাদার লড়াইয়ে।

Mohun Bagan Super Giant vs Dempo SC Highlights: 'আমার দোষ...', ড্রয়ের পর যাবতীয় দায় নিলেন বাগান কোচ মলিনা

কী বললেন মলিনা?

এই কথাটা মাথায় নিয়েই বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাংবাদিক বৈঠকে এসেছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মোলিনা (Jose Molina)। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, 'আগামী ম্য়াচে আমরা এই দলের সমর্থকদের জন্য লড়াই করব। ওদের খুশি করাটাই আমাদের আসল লক্ষ্য। যদি স্টেডিয়ামে সমর্থকরা উপস্থিত থাকতেন, তাহলে আরও ভাল লাগত। ডার্বি ম্য়াচ জিতে সমর্থকদের আমরা আগেও খুশি করেছি। আবারও সেই একই ফলাফলের পুনরাবৃত্তি চাই।'

Mohun Bagan Super Giant: দুর্বল ডেম্পোর 'দূর্ভেদ্য' ডিফেন্স, কোটি-কোটি টাকার দল বানিয়েও লজ্জার ড্র মোহনবাগানের

ভার্চুয়াল ফাইনাল খেলতে নামছে মোহনবাগান

খাতায়-কলমে এটা গ্রুপ পর্বের শেষ ম্য়াচ হলেও, সুপার ডার্বি যে মোহনবাগানের কাছে ফাইনালেরই সামিল, তা বলার অপেক্ষা রাখে না। কারণ পরের রাউন্ডে যেতে হলে এই ম্য়াচটা জিততেই হবে। প্রত্যেক গ্রুপ থেকে একটা করেই দল সেমিফাইনাল পর্বে উঠতে পারবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে রাজত্ব করছে। সুতরাং, জয় ছাড়া বাগানের সামনে আর কোনও রাস্তাই খোলা নেই। তিনি বললেন, 'ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই সবসময়ই বেশ কঠিন হয়। গত ২ মরশুমে ইস্টবেঙ্গল যথেষ্টই উন্নতি করেছে।' মলিনা একবাক্যে স্বীকার করে নিলেন, লড়াই ছাড়া এক ইঞ্চিও জমি ছাড়বে না ইস্টবেঙ্গল। সেটা খুব ভাল করেই জানেন তিনি। সেকারণে যথেষ্ট সাবধানে পা ফেলতে চান।

Mohun Bagan Super Giant: মোহনবাগান জিততেই 'হুঙ্কার' শুভাশিসের, এ কথা বললে ইস্টবেঙ্গলকে নিয়ে!

আত্মবিশ্বাসী শুভাশিস

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসুও। আগামীকালের ডার্বি ম্য়াচে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। তাঁর কথায়, ড্র করার জন্য মাঠে নামার থেকে জেতার জন্য নামলে বেশি এগিয়ে থাকব। সবার মাথাতেই থাকবে জেতার কথা। এটা ফাইনালের মতোই। জিতলে সেমিফাইনালে পৌঁছতে পারব। আর হারলে বিদায় নিতে হবে। সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমরা অনেকই তো সুযোগ তৈরি করেছি। কিন্তু, দূর্ভাগ্যের বিষয় গোল আসছে না। তবে, ম্যাচ তো আমরা জিতছি। এই তো সবেমাত্র শিল্ড জিতলাম। আমার মতে, দল হিসেবে যথেষ্ট ভাল পারফর্ম করেছি।'

2025-10-30T13:19:57Z