LIONEL MESSI : প্রহসনের ম্যাচে পরাস্ত আর্জেন্তিনা, ইনস্টায় মুখ খুললেন লিওনেল মেসি

আগামী ২৬ জুলাই ২০২৪ প্যারিস অলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। যদিও চলতি মাসের ২৪ তারিখ থেকেই এই টুর্নামেন্টের বেশ কয়েকটি ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। তারমধ্যে রয়েছে ফুটবল খেলা। বুধবার (২৪ জুলাই) এই টুর্নামেন্টের ফুটবল প্রতিযোগিতায় মরক্কোর বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্তিনা। এই ম্যাচ ব্যাপক ঝামেলার সাক্ষী রইল। শেষপর্যন্ত মরোক্কো ২-১ গোলে জয়লাভ করেছে। এই ম্যাচকে অনেকেই 'ফুটবলের প্রহসন' বলে কটাক্ষ করেছেন। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন আর্জেন্তিনা ফুটবলের কিংবদন্তী লিওনেল মেসি।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ প্যারিস অলিম্পিক্স শুরুতেই বিতর্কের জন্ম দিল। গ্রুপ পর্যায়ের ফুটবল ম্যাচে মরক্কোর বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্তিনা। এই ম্যাচ চলাকালীন ব্যাপক ঝামেলা দেখতে পাওয়া যায়। ফুটবল মাঠে সমর্থকরা নেমে আসেন এবং আর্জেন্তিনার ফুটবলারদের কার্যত আক্রমণ করেন। এমন অপ্রত্যাশিত একটি ঘটনার পর আর্জেন্তিনার ফুটবলারদের কার্যত মাঠ ছেড়ে পালাতে হয়।

সেকারণে বেশ অনেকক্ষণ এই ম্যাচটি স্থগিত রাখতে হয়। প্রায় ঘণ্টাদুয়েক পর আবারও ম্যাচ শুরু হয়। যদিও এই ম্যাচে শেষপর্যন্ত আর্জেন্তিনা হেরে যায়। দ্বিতীয়বার ম্যাচ শুরু করার আগে গোটা স্টেডিয়াম খালি করে দেওয়া হয়। খেলা স্থগিত হওয়ার পর VAR (Video Assistant Referee) রিভিউয়ের সাহায্যে আর্জেন্তিনাকে ২-১ গোলে হারতে হয়।

ম্যাচের ইনজুরি টাইমে আর্জেন্তিনার হয়ে গোল করেন ক্রিস্টিয়ান মেডিনা। ম্যাচের স্কোর কার্ড ২-২ হয়েও গিয়েছিল। কিন্তু, ২ ঘণ্টা পর যখন ফাঁকা স্টেডিয়ামে আবারও দুই দল খেলতে নামে, সেইসময় জানিয়ে দেওয়া হয় যে গোলটি বাতিল করা হয়েছে।

এই ম্যাচে লিওনেল মেসি না খেললেও, আর্জেন্তিনার হারের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ইনস্টাগ্রামে একটা শব্দেই তিনি নিজের বিরক্তি প্রকাশ করেছেন। মেসি লিখেছেন, 'ইনসোলিটো'। সঙ্গে তিনি বিস্ময়বোধক একটি ইমোজিও শেয়ার করেন। প্রসঙ্গত, ইনসোলিটো একটি স্প্যানিশ শব্দ। ইংরেজি ভাষায় এই শব্দের অর্থ হল 'অস্বাভাবিক' কিংবা 'অপ্রত্যাশিত'।

সম্প্রতি লিওনেল মেসির অধিনায়কত্বে ২০২৪ কোপা আমেরিকা খেতাব জয় করেছে আর্জেন্তিনা ফুটবল দল। কিন্তু, প্যারিস অলিম্পিক্স টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করছেন না। কারণ অনূর্ধ্ব-২৩ দল থেকে তিনজন সিনিয়র ফুটবলারকে সুযোগ দেওয়া হবে। এই দলে সুযোগ পেয়েছেন জুলিয়ান আলভারেজ, নিকোলাস ওটামেন্ডি এবং জেরোনিমো রুলি।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-07-25T09:18:11Z dg43tfdfdgfd