KRANTI GOUD WORLD CUP JOURNEY: গয়না বন্ধক রাখতে হয়েছিল মাকে, বাবা হয়েছিলেন সাসপেন্ড, তবু থামেননি ক্রান্তি, আজ তিনি বিশ্বজয়ী!

Kranti Goud: ২০২৫ বিশ্বকাপ (Women’s ODI World Cup 2025) খেতাব জয় করেছে ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। ফাইনাল ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল। শেষপর্যন্ত ভারত ৫২ রানে জয়লাভ করে এবং প্রথমবার এই বিশ্বকাপ ট্রফি হাতে তোলে। এই জয় ভারতীয় মহিলা ক্রিকেটের আগামী প্রজন্মকে যে অনুপ্রাণিত করবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

IND W vs SA W Final Highlights: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা

ক্রান্তির 'অনস্বীকার্য' অবদান

টিম ইন্ডিয়ার এই জয়ের নেপথ্যে হয়ত অনেকেরই অবদান রয়েছে। কিন্তু, একজনের নাম আলাদা করে উল্লেখ করতেই হবে। ক্রান্তি গৌড়। মধ্যপ্রদেশ থেকে উঠে আসা ২২ বছর বয়সি এই ক্রিকেটার জীবন যুদ্ধে একাধিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছেন। কথায় বলে, পরিশ্রমের কোনও বিকল্প হয় না। সেই দামটাই তিনি রবিবার (২ নভেম্বর) চুকিয়ে দিলেন।

IND W vs SA W Highlights Cricket Score, Final: বিশ্বজয় করল টিম ইন্ডিয়া, ইতিহাস লিখল ভারতের মেয়েরা

মধ্য়প্রদেশের বাসিন্দা ক্রান্তি

ক্রান্তি গৌড় মধ্যপ্রদেশের ঘুওয়ারা গ্রামে বসবাস করেন। একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তিনি। ক্রান্তির বাবা মুন্না গৌড় পুলিশ আধিকারিক ছিলেন। আর মা নীলম গৌড় গৃহবধূ। আজও তাঁরা পুলিশ কলোনীর ছোট্ট সরকারি কোয়ার্টারে তাঁরা বসবাস করেন। ছোটবেলা থেকে ক্রিকেট খেলার প্রতি যথেষ্ট ঝোঁক ছিল ক্রান্তির। গ্রামের মাঠে যখনই তিনি ক্রিকেট খেলতেন, তখনই গোটা পরিবারের পক্ষ থেকে তাঁকে যথেষ্ট উৎসাহ দেওয়া হত। 

IND W vs SA W Final News: কোন মন্ত্রে বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া? ফাইনালের আগে স্পেশাল টিপস লক্ষ্মীরতন শুক্লার

সাসপেন্ড হয়েছিলেন বাবা, গয়না বন্ধক রেখেছিলেন মা

কিন্তু, ক্রান্তি যে ক্রিকেট খেলে এতটাও সাফল্য পাবেন, সেটা কেউ কল্পনা করতে পারেননি। আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করবেন। বোন রোশনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে যখন ক্রান্তি সুযোগ পেয়েছিলেন, সেইসময় তাঁর পরিবার যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছিল। চাকরি থেকে সাসপেন্ড হয়ে গিয়েছিলেন। ক্রান্তির ভাইয়েরা কোনওক্রমে দিনমজুরি করে সংসার চালিয়েছেন। এমনকী, একটা সময় তাঁর মা'কে গহনাও বন্ধক রাখতে হয়েছিল। কিন্তু, ক্রান্তির খেলায় কখনই কেউ আর্থিক প্রতিবন্ধকতার ছাপ পড়তে দেননি।

IND W vs SA W Fianl Match, Rain Update: অশনি সংকেত দেখছে টিম ইন্ডিয়া! তীরে এসে ডুববে তরী?

এই লড়াইয়ের ফসল অবশেষে পেলেন ক্রান্তি গৌড়। চলতি বিশ্বকাপে তিনি মোট ৯ উইকেট শিকার করেছেন। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে তিনি মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন। ভারতীয় ক্রিকেট সমর্থকদের আশা, আগামীদিনে তিনি আরও সাফল্য অর্জন করতে পারবেন।

2025-11-03T11:19:57Z