Indian Football Team: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতীয় ফুটবল দল মঙ্গলবার (১০ জুন) হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে। কাউলুনের কাই তক স্পোর্টস পার্কে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। ভারতীয় ফুটবল দল যে আপাতত খুব একটা ভাল ফর্মে নেই, তা বলাই বাহুল্য। গত সপ্তাহে থাইল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত একটি প্রীতি ম্য়াচে টিম ইন্ডিয়া ২-০ গোলে হেরে গিয়েছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ফুটবল দলের এই পারফরম্য়ান্স দেখে একেবারেই খুশি নন হেড কোচ মানোলো মার্কোয়েজ। শোনা যাচ্ছে, এই হংকং ম্য়াচের পরই তিনি পদত্যাগ করতে পারেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ফুটবল দলের দায়িত্ব মানোলো গ্রহণ করার পর থেকে নীল বাঘেরা সাতটার মধ্যে মাত্র একটাই ম্য়াচ জিততে পেরেছে। সন্দেশ ঝিংগানের নেতৃত্বে ভারত শুধুমাত্র মালদ্বীপকেই হারাতে পেরেছিল। কিন্তু, দলের পারফরম্য়ান্স নিয়ে একেবারেই খুশি ছিলেন না কোচ মানোলো। তবে অতীতের পারফরম্য়ান্স নিয়ে তিনি আপাতত মাথা ঘামাতে নারাজ। হংকং ম্য়াচের উপরই যাবতীয় ফোকাস ধরে রাখতে চান তিনি।
প্রথম রাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে পয়েন্ট হাতছাড়া করেছে ভারতীয় ফুটবল দল। এই পরিস্থিতিতে আর একটাও পয়েন্ট হাতছাড়া করা চলবে না। হংকং এবং সিঙ্গাপুর আপাতত একই জায়গায় রয়েছে। সর্বোপরি, প্রথম রাউন্ডে চারটে দলই ১ পয়েন্ট করে সংগ্রহ করতে পেরেছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র গ্রুপ টপাররা সৌদি আরবে আয়োজিত এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণ করতে পারবে। এই সুযোগটা হাতছাড়া করতে চায় না ভারত। আর তাই হংকংয়ের বিরুদ্ধে যে কোনও মূল্যে তারা তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘরে তুলতে চায়।
India vs Bangladesh: এশিয়ান কাপ বাছাইপর্বে শুধুমাত্র সুনীল ছেত্রী নয়, নজরে হামজা চৌধুরিও