ভারতের টেস্ট দলে ভবিষ্যতে কোন কোন ক্রিকেটার সুযোগ পাবেন সেটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ঘরোয়া ক্রিকেট। BCCI-এর পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, প্লেয়ারদের জাতীয় টেস্ট দলে সুযোগ দেওয়া হবে ঘরোয়া ক্রিকেটে তাঁদের পারফরম্যান্স দেখে। সেই কারণে দলীপ ট্রফিকে পাখির চোখ করা হয়েছে। বিরাট, রোহিত ও বুমরাহকে বিশ্রামে রেখে বাকিদের দলে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে নাম প্রত্যাহার করে নিলেন সিরাজ ও জাদেজা।
দলীপ ট্রফি থেকে নিজের নাম সবার আগে তুলে নিলেন মহম্মদ সিরাজ। কারণ হিসেবে জানানো হয়েছে, তিনি অসুস্থ এবং তিনি দলীপ ট্রফিতে খেলতে পারবেন না। BCCI-এর নির্বাচক কমিটি তাঁর জায়গায় নবদীপ সাইনিকে বেছে নিয়েছে।
সিরাজের বাদ পড়ার কারণ জানা গেলেও রবীন্দ্র জাদেজার না খেলার কারণ জানানো হয়নি। তাঁকে দলীপ ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জাদেজাকে বাংলাদেশ সিরিজ়ের আগে বিশ্রাম দিতে দলীপ ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছে।
ভারতের প্রধান নজর হচ্ছে বাংলাদেশ সিরিজ়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে গেলে বাংলাদেশ সিরিজ় গুরুত্বপূর্ণ। তাই এই সিরিজ়ে ফিট প্লেয়ারদের চাইছে বোর্ড। সেই কারণেই অসুস্থতার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে সিরাজকে আর জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁর ফিটনেসের দিকে তাকিয়ে।
সিরাজের বিকল্প হিসেবে নবদীপ সাইনির নাম ঘোষণা করা হলেও জাদেজার বিকল্প কে হবেন সেটা এখনও জানানো হয়নি। বিকল্প ঘোষণা করা হবে কি না সেটা অবশ্য জানানো হয়নি।
এবার দলীপ ট্রফিতে ভালো খেলতে পারলে সেই প্লেয়ারকে সুযোগ দেওয়া হতে পারে জাতীয় দলে। এই পরিস্থিতিতে প্রত্যেক প্লেয়ারের কাছে চ্যালেঞ্জ নিজেকে প্রমাণ করার। যদিও দলীপ ট্রফিতে পৃথ্বী শহ, রিঙ্কু সিংকে সুযোগ না দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পরের পর্বে তাঁদের সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP 2024-08-27T09:35:35Z dg43tfdfdgfd