Bidhannagar Gold Cup 2025: রাত পোহালেই শুরু হবে মহাযুদ্ধ। ২০২৫ বিধাননগর গোল্ড কাপ টুর্নামেন্টের আসর ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। তৃণমূল বিধায়ক সুজিত বসুর (Sujit Bose) অভিভাবকত্বে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
গত শুক্রবার (৬ জুন) এই টুর্নামেন্টের ম্যাসকট এবং জার্সি উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানেই সুজিত বসু স্পষ্ট করে দেন যে বিজয়ী দলকে কত টাকা পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হবে। আসুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ সালে বিধাননগর গোল্ড কাপ তৃতীয় বছরে পা রাখতে চলেছে। আগামী রবিবার অর্থাৎ ৮ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ১৪ জুন পর্যন্ত। এবারের টুর্নামেন্ট মোট ১২ ময়দানে আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণ করবে মোট ২৪ দল। শুক্রবার এই অনুষ্ঠানের শেষে প্রত্যেকটা দলের হাতেই পর্যাপ্ত জার্সি এবং ফুটবল কিট তুলে দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানে সুজিত বসু বললেন, 'আমাদের এখানে বিধাননগর বিধানসভায় মোট ২৪ ওয়ার্ড রয়েছে। দক্ষিণ দমদম পৌরসভার মধ্যে ১০ ওয়ার্ড রয়েছে। ওপারে অর্থাৎ বিধাননগরে আরও ১৪ ওয়ার্ড রয়েছে। অর্থাৎ মোট ২৪ দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। প্রথমে নক-আউট ফরম্যাটে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। বিধাননগর আইবি-র মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হবে।'
প্রসঙ্গত, এই অনুষ্ঠানে লটারির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে কোন ওয়ার্ডের বিরুদ্ধে কারা খেলতে নামবে। তবে সুজিত বসু এও সাবধান করে দিয়েছেন, যদি কোনও ফুটবলার দুটো দলের হয়ে খেলে, তাহলে দ্বিতীয় দলটিকে টুর্নামেন্ট থেকে বাতিল করে দেওয়া হবে।
শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, সমরেশ চৌধুরি, বিকাশ পাঁজি এবং সুমিত মুখোপাধ্যায়ের মতো স্বনামধন্য প্রাক্তন ফুটবলাররা। প্রত্যেকেই এমন উদ্য়োগকে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানের একেবারে শেষবেলায় টুর্নামেন্টের পুরস্কারমূল্য সম্পর্কে মুখ খুললেন সুজিত বসু। তিনি বলেন, 'বিজয়ী দলের হাতে ৫ লাখ টাকা আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। যারা রানার্স আপ হবে, তারা পাবে ৩ লাখ টাকা। এছাড়া তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারীকে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।'
2025-06-07T15:23:13Z