BCCI CASH REWARD: রোহিতদের জন্য কোটি কোটি টাকা, ব্রাত্য কেন আমরা! গর্জে উঠলেন ১৯৮৩-এর বিশ্বজয়ীরা

Kapil Dev led Team India, 1983 World Cup winning Team India: সেটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বজয়। ১৯৮৩ সাল ভারতীয় ক্রিকেট সম্পর্কে বিশ্বের ধ্যান ধারণাকেই বদলে দিয়েছিল। কপিলদেবের নেতৃত্বে সেই বছর ভারতীয় দল একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতে নেয়। কিন্তু, প্রতিদানে ওই বিশ্বজয়ী দলের সদস্যরা তেমন একটা নগদ অর্থ পুরস্কার পাননি। সেই নিয়ে বিশ্বজয়ী প্রাক্তনদের আজও মনে ক্ষোভ রয়েছে।

সেই সময় ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই বিশ্বজয়ী দলের প্রত্যেক ক্রিকেটারকে ২৫ হাজার টাকা করে দিয়েছিল। সঙ্গে জানিয়েছিল, এর বেশি দিতে তারা অপারগ। সেই বিসিসিআইয়ের এখন অঢেল অর্থ। যার জন্য ভারতীয় ক্রিকেটকে রীতিমতো সম্মান করেন গোটা ক্রিকেট দুনিয়া। আর, তাই ৮৩-র বিশ্বজয়ীদের প্রশ্ন, এখন তো বিসিসিআই, ‘টাকা দিতেই পারে। এখন তাদের কীসে আটকাচ্ছে?’

এই প্রশ্নের সূত্রপাত, সম্প্রতি বিসিসিআই টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে। তাই দেখে ৮৩-র বিশ্বকাপজয়ী দলের এক নামপ্রকাশে অনিচ্ছুক সদস্য বলেছেন, ‘১২৫ কোটি টাকা একটা বিশাল ব্যাপার। টিম ইন্ডিয়ার জন্য আমরা গর্বিত। সবই ঠিক আছে। কিন্তু, সেই সময় (১৯৮৩ বিশ্বকাপ জয়ের পরে) আমাদের নগদ পুরস্কার দেওয়া হয়নি। বোর্ড (বিসিসিআই) বলেছিল যে তাদের কাছে টাকা নেই। এখন তো তারা টাকা দিতে পারবে। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অসাধারণ কৃতিত্বের জন্য বিসিসিআই প্রত্যেক খেলোয়াড়কে নগদ ২৫ হাজার টাকা করে পুরস্কার দিয়েছিল। গায়িকা লতা মঙ্গেশকর একথা জানতে পেরে বিশ্বকাপজয়ী স্কোয়াডের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে দিল্লিতে একটি মিউজিক্যাল কনসার্টের আয়োজন করেন। সেই চেষ্টার মাধ্যমে দলের প্রত্যেক খেলোয়াড়কে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। তবে, সেটা তাঁর ব্যক্তিগত উদ্যোগ ছিল।’

আরও পড়ুন- শুধু মেয়ের জন্য, জন্মদিনটা সস্ত্রীক লন্ডনেই কাটালেন বাংলার ‘মহারাজ’

১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে, কপিল দেবের নেতৃত্বাধীন ভারত, ৪৩ রানের ব্যবধানে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে একটি অসামান্য কৃতিত্ব অর্জন করেছিল। ভারতীয় দল তাদের নির্ধারিত ওভারে মোট ১৮৩ রান তুলেছিল। ওয়েস্ট ইন্ডিজকে ঠেকাতে ভারতীয় বোলাররা দুর্দান্ত বল করেন। মদনলাল এবং মহিন্দর অমরনাথ তিনটি করে উইকেট নেন। যার ফলে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৪০ রানেই গুটিয়ে যায়।

2024-07-08T16:42:57Z dg43tfdfdgfd