AUSTRALIA CRICKET TEAM: অস্ট্রেলিয়া ক্রিকেটে চরম দুঃসংবাদ, বিশ্বাসই হচ্ছে না সমর্থকদের!

Australia Cricket Team: সম্প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেট দল যথেষ্ট খারাপ পারফরম্য়ান্স করছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় এসে তাদের টি-২০ সিরিজে হারিয়ে দিয়েছে। আগামী অক্টোবর মাসে নিউজিল্যান্ড এবং টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামবে ক্যাঙারু ব্রিগেড। ২০২৬ টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজ দুটো যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একটা বড়সড় ধাক্কা খেল। ভয়ঙ্কর চোট পেয়েছেন দলের ম্যাচ উইনার তথা অলরাউন্ডার গ্লেন ম্য়াক্সওয়েল (Glenn Maxwell)।

Indian Cricket Team: টিম ইন্ডিয়ায় চরম দুঃসংবাদ, ফিকে হল এশিয়া কাপ জয়ের আনন্দ

অবাক করা চোট পেলেন গ্লেন ম্য়াক্সওয়েল

আগামী বুধবার (১ অক্টোবর) থেকে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সিরিজ শুরু হওয়ার আগে অজি ক্রিকেটাররা নিউজিল্যান্ডে অনুশীলন করছিলেন। অনুশীলনের সময় দলের তারকা ক্রিকেটার গ্লেন ম্য়াক্সওয়েলের সঙ্গে মিচেল আওয়েনের ধাক্কাধাক্কি হয়। তারপরই হাতে মারাত্মক চোট পেয়েছেন তিনি। সেকারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছেন। পাশাপাশি ভারতের বিরুদ্ধেও খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল থেকে ম্য়াক্সওয়েল ছিটকে যাওয়ার পর জস ফিলিপকে টি-২০ স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছ। যদিও দলের প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

IPL 2025 Glenn Maxwell: ৫ ম্যাচে ৪১ রান! 'রানে কম দামে বেশি' ম্যাক্সওয়েলকে ধুুয়ে দিলেন ভাজ্জি, দেখালেন আয়না

কেরিয়ারের অন্তিম পর্বে দাঁড়িয়ে রয়েছেন ম্য়াক্সি

সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ম্য়াচ উইনার হলেন গ্লেন ম্য়াক্সওয়েল। বর্তমানে তিনি কেরিয়ারের একেবারে অন্তিম লগ্নে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর আগামী লক্ষ্য ২০২৬ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলা। এই বিশ্বকাপের আসর ভারতে বসতে চলেছে। আইপিএল টুর্নামেন্টে খেলার সুবাদে ভারতীয় উইকেট সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এই অজি অলরাউন্ডার। পাশাপাশি অস্ট্রেলিয়া ক্রিকেট দলও চাইবে, ম্য়াক্সওয়েল যেন আগামী বিশ্বকাপটা খেলতে পারেন। সত্যি কথা বলতে কী, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কাছে বর্তমানে ম্য়াক্সওয়েলের মতো স্পিন অলরাউন্ডার আর একজনও নেই। এই পরিস্থিতিতে ম্য়াক্সওয়েল যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন, মিচেল মার্শ অ্যান্ড কোম্পানির কাছে ততই ভাল।

2025-09-30T12:04:57Z