ANTONIO LOPEZ HABAS: চেনা মুখেই ভরসা, মোহনবাগানকে শিল্ড জেতানো হাবাসকে কোচ করল ইন্টার কাশী

আইলিগের মরশুমের আগে চমক দিল উত্তরপ্রদেশের নতুন ক্লাব ইন্টার কাশী। এই নিয়ে দ্বিতীয় মরশুম খেলতে নামবে তারা। আর দ্বিতীয় মরশুমে নামার আগে আইএসএলের অন্যতম সফল কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে হেড কোচ হিসেবে নিয়োগ করল তারা। গত মরশুমের শেষের দিকে তিনি মোহনবাগান সুপার জায়ান্টের কোচ ছিলেন। জুয়ান ফেরান্দোর চাকরি হারানোর পর সেই সময় মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর হাবাসকে কোচ করা হয়।

ভারতে দীর্ঘদিন কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে হাবাসের। স্প্যানিশ হেডস্যর যখনই দায়িত্ব নিয়েছেন তখনই সাফল্য পেয়েছেন। অ্যাথলেটিকো ডি কলকাতা, এটিকের পর মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হয়েছেন। ভারতের মোহনবাগানের বাইরে পুনে সিটিতে কোচিং করিয়েছেন তিনি। এবার তিনি ইন্টার কাশীকে কোচিং করাবেন।

ভারতে তিনি ATK-কে কোচিং করানোর সময় আইএসএলের প্রথম বছরেই দলকে চ্যাম্পিয়ন করেন। ২০১৪ সালে দলকে জেতান তিনি। এরপর ২০১৯-২০ মরশুমে তিনি দলকে ফের চ্যাম্পিয়ন করেন। চলতি বছরের শুরুতে মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব নিয়ে তিনি দলকে আইএসএল শিল্ড জেতান। কলিঙ্গ সুপার কাপের আগে দায়িত্ব নিলেও তিনি সেই সময় কোচিং করাননি। অবশেষে আইএসএল থেকে দলকে কোচিং করান এবং শিল্ড জেতান।

মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে শেষ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হাবাস জানিয়েছিলেন তিনি কোচিং কেরিয়ার শেষ করতে চান ভারত থেকে। পরে অবশ্য তাঁকে সবুজ মেরুন ব্রিগেড দায়িত্বে রাখেনি। আনা হয়েছে হোসে মলিনাকে। এবার নতুন মরশুমে নতুন দলের দায়িত্ব নিচ্ছেন হাবাস।

]]>

অন্যদিকে ইন্টার কাশী দলটি হচ্ছে উত্তরপ্রদেশের প্রথম পেশাদার ফুটবল ক্লাব যারা জাতীয় স্তরে ফুটবল খেলছে। অ্যাথলেটিকো মাদ্রিদ, ইন্টার এস্কালাডেস এবং এফসি অ্যান্ডোরার সঙ্গে চুক্তি করেছে তারা। তবে এই ক্লাবের সঙ্গে রয়েছে কলকাতার যোগ। এই ক্লাবের মালিক কলকাতার একটি সংস্থা। ২০২৩-২৪ মরশুমে ইন্টার কাশী আইলিগে চতুর্থ স্থানে শেষ করে। প্রথম বছর তাদের কোচ ছিলেন ইজুমি আরাতা। এরপর দ্বিতীয় মরশুমে কোচ বদল হল, এলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-07-25T07:17:50Z dg43tfdfdgfd