পুরস্কারমূল্য বন্যাত্রাণে দান মুশফিকুরের, হিংসায় নিহতদের জয় উৎসর্গ শান্তর

রবিবার বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ২৬ তম জন্মদিন। নিজের এই বিশেষ দিনে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। একজন অধিনায়ক হিসেবে এর থেকে বেশি চাওয়ার কিছু নেই। ক্রিকেট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের সেরা হন মুশফিকুর রহিম।

ম্যাচ জয়ের পর অধিনায়ক শান্ত জানান, তিনি এই জয়টা উৎসর্গ করছেন বাংলাদেশে অশান্তিতে প্রাণ হারানো ছাত্রদের। প্রায় এক মাস ধরে চলা অশান্তিতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। শান্ত ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমরা এই জয়টা উৎসর্গ করছি তাদের যারা বিক্ষোভে প্রাণ হারিয়েছেন, আমরা ওদের আত্মার শান্তি কামনা করি।'

জয় নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘এই জয়টা আমাদের কাছে স্পেশাল। আমাকে গত রাতে আমার স্ত্রী ফোন করেছিল। আমাকে বলেছিল, এই ম্যাচটা জিততে পারলে খুব ভালো হবে।'

বাংলাদেশ এখন পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারে পরিবর্তনের পর এখন বাংলাদেশ ক্রিকেটেও পরিবর্তন হচ্ছে। আর এই পালাবদলের সঙ্গে রয়েছে আরও বড় ধাক্কা। সেটা হচ্ছে বাংলাদেশের বন্যা। বহু বাড়ি, জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।

ম্যাচের সেরা হয়ে মুশফিকুর রহিম তাঁর পুরস্কারমূ্ল্য বন্যা দুর্গতদের তহবিলে দান করে দেন। তিনি বলেন, ‘দেশের হয়ে ভালো করতে পারাটা সবসময় অনুপ্রাণিত করে। আমি একটা ঘোষণা করতে চাই, আমি আমার এই পুরস্কার বাংলাদেশে বন্যা দুর্গতদের সাহায্যে দান করছি।’

নিজের ইনিংস নিয়ে মুশফিকুর বলেন, 'এটা আমাদের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস, কারণ আমরা বিদেশে এই ইনিংস আগে খেলিনি। পাকিস্তানে সব প্লেয়ার প্রস্তুত হয়ে খেলতে নেমেছিলেন। টেস্ট সিরিজ়ের আগে, আমাদের হাতে আড়়াই মাস সময় ছিল। সেই সময়ে তৈরি হয়েছি।' মুশফিকুর রহিম প্রথম ইনিংসে করেন ১৯১ রান। দ্বিতীয় ইনিংসে তাঁকে ব্যাট করতে হয়নি।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-08-25T12:49:43Z dg43tfdfdgfd