বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড হচ্ছে বিসিসিআই। আইসিসির আয়ের একটা বড় অংশ আছে বিসিসিআইয়ের থেকে। ভারতের ক্রিকেট বোর্ড না থাকলে বিশ্বে ক্রিকেট চালানো কঠিন হতো বলে মনে করেন অনেকে। তবে ক্রিকেটের দুনিয়ায় ভারতের এই উত্থানের পিছনে রয়েছেন এক মহারাজ। তিনি ভূপিন্দর সিং।
পাতিয়ালার মহারাজ ভূপিন্দর সিং তাঁর শখ ও বিভিন্ন কাণ্ডের জন্য একাধিকবার শিরোনামে এসেছেন। তাঁর শখ এতটাই ছিল যে তাঁকে নিয়ে আলোচনা করতেন তৎকালীন ইংরেজ শাসকরা।
মাত্র ৯ বছর বয়সে ১৮৯১ সালে রাজত্ব পান ভূপিন্দর সিং। কথিত আছে তিনি সবথেকে বেশি খরচ করতেন তাঁর পরিবারের মধ্যে। পাতিয়ালা পেগ এবং পাতিয়ালা নেকলেস আসে তাঁর হাত ধরেই। বলা ভালো তাঁর শখের হাত ধরে। ল্যারি কলিন্স ও ডমিনিক ল্যাপিয়ের তাঁদের ফ্রিডম অ্যাট মি়ডনাইট বইতে উল্লেখ করেছেন, ভূপিন্দর সিং বিলাসবহুল জীবনের পাশাপাশি খেতেও ভালোবাসতেন।
উল্লেখ করা আছে তাঁর ডায়েটের ব্যাপারে। তিনি জল খাবারে দুটো মুরগির মাংস খেতে পারতেন, দৈনিক তিনি ৯ কেজি খাবার খাওয়ার ক্ষমতা রাখতেন।
নিজের সম্পর্কের দিক থেকে তিনি শৌখিন মানুষ ছিলেন। ৩৫০ জন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর এবং ৮৮ জন সন্তানের বাবা তিনি। তবে এত মহিলার সঙ্গে সম্পর্কে জড়ালেও ১০ জনকে বিয়ে করেন তিনি। প্রচলিত আছে তিনি একজন ব্যক্তিগত প্লাস্টিক সার্জেনকে নিয়োগ করেছিলেন। যার কাজ ছিল মহারাজের পছন্দ অনুযায়ী তাঁর স্ত্রীদের মুখে পরিবর্তন করানো।
খাওয়া দাওয়া ও ব্যক্তিগত জীবনের পাশাপাশি ভূপিন্দর সিং ক্রিকেট খেলতে ভালোবাসতেন। ইংল্যান্ডে ক্রিকেট খেলা শুরু হলেও এখন ক্রিকেট বিশ্বে ভারতের দাদাগিরি মূলত শুরু হয় তাঁর হাত ধরে। বিসিসিআইয়ের সহ প্রতিষ্ঠাতা তিনি। ভারতের ক্রিকেট দলকে নেতৃত্বও দেন তিনি।
১৯১১ সালে ইংল্যান্ডে সিরিজ় খেলতে ভারতে যেই দল যায় সেই দলের অধিনায়ক ছিলেন ভূপিন্দর সিং। প্রথম শ্রেণীতে তিনি ২৭টা ম্যাচ খেলেন ১৯১৫ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত। ১৯২৬ ও ২৭ মরসুমে তিনি এমসিসির সদস্য ছিলেন। ১৯৩২ সালে তাঁকে ইংল্যান্ড টেস্ট সফরের আগে অধিনায়ক বাছা হয়, কিন্তু অসুস্থতার কারণে তিনি খেলতে পারেননি।
এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP 2024-08-22T07:48:17Z dg43tfdfdgfd