Yuvraj Singh vs MS Dhoni net worth: ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি, এমন দুই নাম, যাঁদের নাম চিরস্মরণীয়। দুই জন মিলে ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় তুলে ধরেছেন। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপই হোক বা ২০১১ সালের একদিনের বিশ্বকাপ, ধোনি-যুবরাজের পার্টনারশিপ দর্শকদের মোহিত করে দিয়েছিল। ধোনি ভারতকে বিশ্বজয়ীর খেতাব এনে দিয়েছেন। যার কথা দেশবাসী কোনওদিনই ভুলতে পারে না। যেমনভাবে ক্যানসার আক্রান্ত অবস্থাতেও যুবরাজ দেশের জন্য একদিনের ক্রিকেট বিশ্বকাপে যা খেলেছেন, তা-ও ভোলা অসম্ভব।
কিন্তু, এরপরও যুবরাজ সিংয়ের বাবা মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ এনেছেন। ১ সেপ্টেম্বর, রবিবার ওই অভিযোগে যুবরাজের বাবা বলেছেন, তাঁর ছেলের ক্রিকেট কেরিয়ার বরবাদ করেছেন ধোনি। না-হলে যুবরাজ আরও চার-পাঁচ বছর ভারতীয় দলের হয়ে অনায়াসে খেলতে পারতেন। যোগরাজ জানিয়েছেন যে ধোনি নিশ্চিতভাবেই বড় ক্রিকেটার। কিন্তু, যুবরাজও ফেলনা নন। ক্যানসার আক্রান্ত যুবরাজ যেভাবে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন, সেসব দেখে যুবরাজকে 'ভারতরত্ন' সম্মান দেওয়ারও দাবি জানিয়েছেন যোগরাজ।
যুবরাজ সিং ১৭ বছর ধরে ভারতের জাতীয় দলে খেলেছেন। আর, ধোনি ১৫ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলে দেশের সম্মান বাড়িয়েছেন। যুবরাজের ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ২০০২ সালে। তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৭ সালে। আর, ভারতীয় দলের হয়ে ধোনির অভিষেক হয়েছিল ২০০৪ সালে। আর, ২০১৯ সালে ধোনি ভারতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ধোনি আবার ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। দেশের সফল অধিনায়ক হিসেবে রীতিমতো নাম কিনেছেন তিনি। খেলোয়াড় জীবনে ধোনি এবং যুবরাজ দু'জনেই ব্যাপক অর্থ রোজগার করেছেন। আর, সেই রোজগারের হিসেব ধরলে যুবরাজের চেয়ে কমদিন খেললেও ধোনির আয় বেশি।
আরও পড়ুন- জিম্বাবোয়ে যাব... বাংলাদেশের বিপক্ষে বারবার হোঁচট বাবরের! ফের জিম্বাবর ধ্বনিতে রক্তাক্ত পাক তারকা
হিসেব করলে দেখা যাবে যে যুবরাজের চেয়ে ধোনির আয় তিনগুণ বেশি। ধোনি এবং যুবরাজ, দু'জনেই বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে, ম্যাচ ফি, আইপিএল আর ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে রোজগার করেছেন। কিন্তু, পার্থক্যটা হল ধোনি এখনও আইপিএল খেলে যাচ্ছেন। কিন্তু, যুবরাজ আইপিলের হয়ে আর খেলেন না। কিন্তু, তিনি অবশ্য অন্য টি২০ লিগ খেলেন। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ধোনির সম্পত্তির মোট মূল্য ১,০৬০ কোটি টাকা। সেখানে যুবরাজের মোট সম্পত্তির মূল্য ৩৩৩ কোটি টাকা। যাতে স্পষ্ট যে, যুবরাজের চেয়ে ধোনির সম্পত্তির পরিমাণ তিন গুণ বেশি।
2024-09-03T03:31:46Z dg43tfdfdgfd