মুম্বই: দলীপ ট্রফির (Duleep Trophy) দলে তাঁর নাম ছিল। বুচিবাবু ট্রফিতে (Buchibabu Tournament) খেলেছেন। এবার শোনা যাচ্ছে যে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্য়াচে হয়ত দেখা যাবে না সূর্যকুমার যাদবকে। কোয়েম্বাটুরে আয়োজিত বুচিবাবু টুর্নামেন্টে খেলার সময় চোট পেয়েছিলেন সূর্য। হাতের চোট পেয়েছিলেন ডানহাতি ভারতীয় ব্যাটার। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিরুদ্ধে খেলার সময় চোট পান সূর্য। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেই নামেননি তিনি।
ডানহাতি সূর্যকুমারকে চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন। এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির তত্ত্ববধানে রিহ্য়াব সারছেন এই মুহূর্তে। এখনও পর্যন্ত ৮২টি প্রথম শ্রেণির ম্য়াচে ৫৬২৮ রান করেছেন। নিজের নামের পাশে ১৪টি সেঞ্চুরি করেছেন তিনি। কিছুদিন আগেই আইসিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার জানিয়েছিলেন যে টেস্ট ক্রিকেটে খেলাই তাঁর কেরিয়ারের অন্যতম লক্ষ্য। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দেশের অধিনায়ক সূর্য। ওয়ান ডে ফর্ম্য়াটেও জায়গা পাকা না হলেও গত বছর বিশ্বকাপে স্কোয়াডে ছিলেন। টেস্টে অবশ্য নিজের প্রয়োজনীয়তা এখনও বোঝাতে পারেননি সূর্য। তিনি বলেছিলেন, ''টেস্ট ক্রিকেট খেলা আমার লক্ষ্য। লাল বলের ক্রিকেটকে আমি সবসময় প্রাধান্য দিই। ওই ফর্ম্যাটে নিজের জায়গা পাকা করতে চাই। ছোট বেলা থেকে ময়দানে ক্রিকেট যখন খেলতাম, তখন লাল চেরি বলেই খেলতাম। তাই টেস্ট ক্রিকেট খেলাটা প্রাধান্য আমার কাছে।''
তাঁর সামনে যে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, সেই বিষয়েও কিন্তু ভালভাবেই অবগত তারকা ব্যাটার। তিনি বলেন, 'অনেকেই রয়েছে যারা প্রচণ্ড খাটাখাটনি করে ওই জায়গাটা পেয়েছে এবং আমিও আবার সেই জায়গাটা অর্জন করতে চাই। আমি টেস্ট দলে ভারতের হয়ে অভিষেক ঘটানোর পরেই চোটের কবলে পড়ি। তারপর অনেকেই সুযোগ পেয়েছে এবং তারা ভাল পারফর্মও করেছে। এখন ওরা আগে সুযোগ পাবে এটাই তো স্বাভাবিক।'
সূর্যকুমার যাদব ভারতের অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিলেন। তাঁর নেতৃত্বে ৩ ম্য়াচের সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।
আরও পড়ুন: নতুন কোচের প্রশিক্ষণে খেতাব রক্ষার লড়াই ভারতের, নিজামের শহরে প্রতিপক্ষ কারা?
2024-09-03T04:50:24Z dg43tfdfdgfd