SMRITI MANDHANA LATEST ICC RANKING: বিশ্বকাপ জিতেও পড়লেন মহা ফাঁপড়ে, চরম ক্ষতির মুখে ভারতের তারকা ক্রিকেটার

Smriti Mandhana: সম্প্রতি ২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপ জয় করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Women Cricket Team)। কিন্তু, এই টুর্নামেন্ট জিততে না জিততেই বড়সড় লোকসানের মুখে পড়লেন টিম ইন্ডিয়ার 'সুপারস্টার' স্মৃতি মান্ধানা। তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হল আইসিসি (ICC) ব়্যাঙ্কিংয়ের 'একচ্ছত্র' অধিকার। অন্যদিকে, ফাইনাল ম্য়াচ হেরে গেলেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক লরা উলভার্ট অবশ্য বেশ লাভবতী হলেন। ব়্যাঙ্কিংয়ে দেখা গেল যথেষ্ট রদবদল। মান্ধানা ছাড়া বাকি ভারতীয় ক্রিকেটাররা যথেষ্টই ফায়দা পেয়েছেন।

Smriti Mandhana Reaction: ঐতিহাসিক জয়ের পরও চোখে জল, কান্নায় ভেঙে পড়ে এবার সত্যিটা ফাঁস করলেন স্মৃতি!

বড়সড় ক্ষতির মুখে স্মৃতি মান্ধানা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক লরা উলভার্ট দুর্দান্ত শতরান করেন। সেই ফায়দা এবার তিনি আইসিসি ব়্যাঙ্কিংয়ে পেলেন। দুই ধাপ উপরে উঠে এসেছে আপাতত তিনি শীর্ষস্থানে চলে এসেছেন। বহুদিন ধরে শীর্ষস্থানে রাজত্ব করা স্মৃতি মান্ধানা নেমে এসেছেন দ্বিতীয় স্থানে। তিন নম্বরে দাঁড়িয়ে রয়েছেন অ্যালে গার্ডনার।

Smriti Mandhana Record: বিশ্বকাপ ফাইনালে মহা রেকর্ড স্মৃতি মান্ধানার, আনন্দে উল্লসিত টিম ইন্ডিয়া

সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন স্মৃতি মান্ধানা। সেমিফাইনাল ম্য়াচে শতরান করার পর জেমিমা রডরিগস ৯ ধাপ উপরে উঠে টপ টেনে জায়গা করে নিয়েছেন। অন্য়দিকে, অধিনায়ক হরমনপ্রীত কৌর ৪ ধাপ উপরে উঠে ১৪ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। ২১ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন দীপ্তি শর্মা। তিন ধাপ উপরে উঠে এসেছেন তিনি। ৪ ধাপ উপরে উঠে রিচা ঘোষ ৩০ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন।

Smriti Mandhana New Record: ব্যাটে নেই রান, তবুও স্মৃতি মান্ধানার জন্য ভাল খবর!

ভাল পারফরম্য়ান্সের 'পুরস্কার' পেলেন দীপ্তি শর্মা

ফাইনাল ম্য়াচে ব্যাট এবং বল হাতে ধামাকা করেছিলেন দীপ্তি শর্মা। অলরাউন্ডার ব়্যাঙ্কিংয়ে তিনি আপাতত ৪ নম্বরে পৌঁছে গিয়েছেন। এক ধাপ উপরে উঠে এসেছেন তিনি। এছাড়া শীর্ষ ২০-র মধ্যে আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই। বোলিং ব়্যাঙ্কিংয়ে দীপ্তি শর্মা পাঁচ নম্বর জায়গাটা ধরে রেখেছেন। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সোফি একলেস্টন। প্রথম বিশ্বকাপ খেলতে নামা শ্রী চরণীও ৭ ধাপ উপরে উঠে এসেছেন। সেকারণে আপাতত তিনি ২৩ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। সম্প্রতি ব়্যাঙ্কিংয়ে বড়সড় রদবদল দেখতে পাওয়া গিয়েছে।

2025-11-04T11:24:57Z