মুল্লাপুর: রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে তাঁকে। আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবেও নজর কেড়েছিলেন শুভমন গিল (Shubman Gill)। যদিও তাঁর আইপিএল জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ রানে ম্যাচ হেরে আইপিএল থেকে ছিটকে গেল গুজরাত টাইটান্স। এলিমিনেটরে হেরে খালি হাতে ফিরতে হল শুভমন গিলদের।
ম্যাচ হেরে দলের ফিল্ডিংকে কাঠগড়ায় তুলেছেন শুভমন। বলেছেন, 'ক্রিকেটের ম্যাচ হিসাবে ধরলে দুর্দান্ত খেলা হয়েছে। আমরা খুব মরিয়া ছিলাম। শেষ তিন-চার ওভার আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি, তবুও ম্যাচটা ভাল ছিল। নিশ্চিতভাবেই যখন আমরা ৩টি সুযোগ হাতছাড়া করি, তখন কিছুই সহজ হয় না। বোলারদের পক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ করা সহজ ছিল না এবং যখন আপনি ৩টি ফাঁদ পেতে রেখেছিলেন যখন পিচে সেভাবে কোনও সাহায্য ছিল না, তখন ক্যাচ পড়লে নিয়ন্ত্রণ হাতছাড়া হয়। সাই এবং ওয়াশিংটনের জন্য বার্তাটি সহজ ছিল। ওদের বলা হয়েছিল, তোমরা যে খেলাটি খেলতে চাও তা খেল এবং উভয়ের জন্য লক্ষ্য একই থাক। আমাদের জিতিয়ে ফেরো। শিশিরের কারণে উইকেটটি আমাদের জন্য কিছুটা সহজ হয়ে গিয়েছিল। অবশ্যই, আমাদের জন্য অনেক ইতিবাচক দিক রয়েছে। শেষ ২-৩ টি ম্যাচ আমরা যেমন আশা করেছিলাম তেমন হয়নি, তবে সমস্ত খেলোয়াড়দের কৃতিত্ব, বিশেষত একজনের কথা বলতেই হবে। সাই - এই মরসুমে আমাদের জন্য দুর্দান্ত ছিল ওর পারফরম্যান্স।'
শুক্রবার আইপিএলের এলিমিনেটরে ২২৯ রান তাড়া করতে নেমে ৪৯ বলে ৮০ রান করলেন সুদর্শন। হিট উইকেট হওয়ার আগে পর্যন্ত শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ১০ বলে ২০ রান করে গেলেন। চার নম্বরে নেমে ওয়াশিংটন সুন্দর ২৪ বলে আগ্রাসী ৪৮ রানের ইনিংস খেললেম। তাও ২০৮/৬ স্কোরে আটকে গেল গুজরাত। ২০ রানে ম্য়াচ জিতে কোয়ালিফায়ার টুয়ে জায়গা করে নিল মুম্বই। সাড়া জাগিয়ে শুরু করেও খালি হাতেই ফিরতে হচ্ছে শুভমন গিলদের। ট্রফির দৌড় থেকে ছিটকে গেল তারা।
2025-05-30T19:31:36Z