RONALDO-MESSI: আর্জেন্তিনা থেকে পেয়েছেন প্রস্তাব, মেসির সঙ্গে একই দলে খেলবেন রোনাল্ডো?

মিউনিখ: তাঁর বয়স ৪০-র গণ্ডি পার করেছে, কিন্তু এখনও জাতীয় দলের ভরসা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। রবিবার (ভারতীয় সময় অনুযায়ী সোমবার) নেশনস লিগের খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামছে পর্তুগাল। সেই ম্য়াচেও দলের ভরসা সেমিফাইনালে দলের হয়ে জয়সূচক গোল করা রোনাল্ডো। স্পেনের বিরুদ্ধে সেই মেগা ম্যাচের আগে একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন রোনাল্ডো। সেখানে প্রতিপক্ষ লামিন ইয়ামালের ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনা থেকে তাঁর বর্তমান, ভবিষ্যৎ না না বিষয়েই কথা বলেন 'সিআর৭'।

দিনকয়েক পরেই আল নাসরের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যাবে। সৌদির ক্লাবের তরফে চুক্তি বাড়ানোর চেষ্টা করা হলেও, এখনও পাকাপাকি কিছুই হয়নি। প্রস্তাব রয়েছে আরও একাধিক ক্লাব থেকে। সামনেই ক্লাব বিশ্বকাপ, সেই টুর্নামেন্টের কথা ভেবেই রোনাল্ডোর দল বদল নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রোনাল্ডো নিজেই জানান তাঁকে প্রচুর ক্লাব প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে আর্জেন্তিনার একটি ক্লাবও।

তিনি বলেন, 'একাধিক প্রস্তাব পেলেও, এটা প্রায় নিশ্চিত যে আমি ক্লাব ফুটবল বিশ্বকাপে খেলব না। আমার তরফে সেটা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। আমি আর্জেন্তিনা ক্লাব বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিলাম। হ্যাঁ, কথাবার্তা তো হয়েছে, তবে সব প্রতিযোগিতায় সবসময় উপস্থিত থাকব, এমনটা তো সম্ভব না। সাময়িক, মাঝামাঝি এবং দীর্ঘ সময়ের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হয়। তাই প্রস্তাব থাকলেও সেটা নিশ্চিত হয়ে গিয়েছে।'  রিপোর্ট অনুযায়ী সেই ক্লাবটি হল রিভার প্লেট।

আর্জেন্তিনার প্রসঙ্গ উঠলে লিওনেল মেসির (Lionel Messi) কথা হবে না, এটাও আবার কী সম্ভব! রোনাল্ডোর দীর্ঘদিনের প্রতিপক্ষের সঙ্গে পর্তুগিজ তারকার সম্পর্ক বেশ ভাল। শুরুর দিকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে ইংরেজি থেকে স্প্যানিশে ট্রান্সলেট করে মেসিকে না না কথা বোঝাতেন বলে জানান রোনাল্ডো। রোনাল্ডো না খেললেও, মেসি ক্লাব বিশ্বকাপে খেলবেন। খবর ভাসছিল মেসি ও রোনাল্ডোকে একসঙ্গে এক দলের হয়ে খেলতে দেখা যেতে পারে এই ক্লাব বিশ্বকাপে। সেটা হচ্ছে না, তবে মেসির সঙ্গে ভবিষ্যতে তাঁকে কোনওদিন এক দলে খেলতে দেখা যাবে না, এই বিষয়টাও কিন্তু বলেননি 'সিআর৭'।

'আমার মনে হয় এইটা হওয়া বেশ কঠিন। তবে ভবিষ্যত সম্পর্কে কেই বা জানেন। আমি আর্জেন্তিনার লোকেদের পছন্দ করি। আমার বান্ধবীই তো আর্জেন্তিনার। আমি এটা করবই না, এমনটা তো নিশ্চিতভাবে বলা যায় না। তবে এটা হওয়াটা বেশ কঠিন।' বলেন রোনাল্ডো। নিজের অবসর প্রসঙ্গেও রোনাল্ডোর দাবি তিনি দিনক্ষণ ঠিক না করলেও, খুব বেশি সময় আর বাকি নেই। 'আমার কেরিয়ারে খুব বেশি সময় বাকি নেই। হয়তো আমি কালই ঘুম থেকে উঠলাম এবং মনে হল যে আর খেলব না।  তবে সেই দিনটা এখনও চূড়ান্ত হয়নি। আমি ৪০ বছর বয়সেও আমার থেকে ২০ বছরের ছোটদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। নিজের সেরাটা দেওয়ার তাগিদ এখনও আমার মধ্যে রয়েছে।' দাবি রোনাল্ডো।  

2025-06-08T02:39:25Z