ROHIT SHARMA: রাস্তায় রোহিতকে দেখামাত্রই সেলফি তোলার হুড়োহুড়ি, বিপাকে পড়ে কী করলেন ভারতীয় অধিনায়ক?

মুম্বই: আপাতত ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকারা লম্বা বিরতিতে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু হতে এখনও দুই সপ্তাহেরও অধিক সময় বাকি রয়েছে। এই বিরতিতে নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন ভারতীয় অধিনায়ক। কিন্তু হঠাৎই মাঝরাস্তায় বিপাকে পড়েন রোহিত।

ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই বন্ধুবান্ধদের সঙ্গে আড্ডাও মারতে দেখা যায় রোহিতকে। সম্প্রতি পার্কে বন্ধুদের 'হিটম্যান'র আড্ডা মারার বেশ কয়েকটি ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। শহরে থাকলে মুম্বইয়ের রাস্তায় মাঝমধ্যেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন রোহিত। এবার তার জেরেই দুর্ভোগ। রোহিত সম্প্রতি নিজেই গাড়ি নিয়ে কোথাও হয়তো বেরিয়েছিলেন। তাঁকে রাস্তায় দেখামাত্রই তাঁর অনুরাগীরা রোহিতকে ঘিরে ধরেন।

ভারতীয় বিশ্বজয়ী অধিনায়ককে ঘিরে চলে সেলফি, ছবি তোলা। কয়েকজন অনুরাগীর আবদার মেটান রোহিত। তবে সেই সংখ্যা বাড়তে দেখেই খানিকটা চাপেই পড়েন তিনি। সমর্থকদের হুড়োহুড়ি দেখে নিজের গাড়িতে উঠতে উঠতে রোহিতকে বলতে শোনা যায়, 'আরও ট্রাফিক (জ্যাম) হয়ে যাবে এখানে।' সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। 

 

এদিন রোহিতকে তাঁর নীল রঙের এক বিলাসবহুল গাড়িতে দেখা যায়। বিশ্বজয়ের পর ছুটি কাটিয়ে দেশে ফিরে বিমানবন্দর থেকেও কিন্তু এই গাড়ি করেই রোহিতকে স্ত্রী, কন্যার সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দিতে দেখা যায়। সেই ক্ষেত্রেও রোহিতকে সমর্থকদের ঘিরে ধরেছিলেন। কোনওক্রমে সে যাত্রায় রেহাই পান রোহিত। ফের একবার সম্প্রতি এই ঘটনা রোহিতের জনপ্রিয়তারই পরিচয়বাহক।  

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে এমন ছবি তোলার হিড়িক কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি একইরকম ঘটনার মুখোমুখি হতে হয়েছিল সূর্যকুমার যাদবকেও। বুচিবাবু টুর্নামেন্টে খেলার সময়ই সূর্যকুমার যাদবকে ঘিরেও এহেন উন্মাদনা দেখা যায়। সেখানে ফিল্ডিংয়ের সময় তাঁর সঙ্গে ছবি তোলার জন্য, তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্য ভক্তদের আকুতি। প্রত্যেকেই সূর্য বাউন্ডারি লাইনে যেখানে ফিল্ডিং করছিলেন সেখানে দৌড়ে এসে তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছিলেন। যদিও কাউকেই হতাশ করেননি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। অনেকেই ডানহাতি মুম্বই ব্যাটারের সঙ্গে হাতও মেলাতে চাইছিলেন। তাঁদেরও হতাশ করেননি সূর্য। ফিল্ডিংয়ের ফাঁকে ফাঁকেই এসে হাত মেলালেন ভক্তদের সঙ্গে।    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিশ্ব চেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিনক্ষণ ঘোষণা করল আইসিসি 

2024-09-03T18:35:36Z dg43tfdfdgfd