NOVAK DJOKOVIC: সিনারের বিরুদ্ধে হেরেই ফরাসি ওপেন থেকে বিদায়, 'এটাই শেষ ম্যাচ হতে পারে', অবসরের ইঙ্গিত জকোভিচের

প্যারিস: ওপেন যুগের সফলতম পুরুষ সিঙ্গেলস টেনিস খেলোয়াড় তিনি। তাঁর ঝুলিতে নেই, এমন কোনও খেতাব খুঁজে পাওয়া কঠিন। চলতি রোল গ্যাঁরোজেও (Roland Garros) দারুণ ছন্দে দেখাচ্ছিল তাঁকে। ফের এক গ্র্যান্ডস্ল্যাম জয়ের প্রধান দাবিদার মনে করা হচ্ছিল। তবে ইয়ানিক সিনারের বিরুদ্ধে সেমিফাইনালে পরাস্ত হলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। এই হারের পরেই সার্বিয়ান তারকার মুখে অবসরের ইঙ্গিত।

জেরেভের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দুরন্ত খেলেছিলেন জকোভিচ। তবে সিনারের বিরুদ্ধে স্ট্রেট সেটে ৪-৬, ৫-৭, ৬-৭ স্কোরলাইনে পরাস্ত হন জোকার। এরপরেই জকোভিচের কথা ও কর্মকাণ্ডে অবসরের স্পষ্ট ইঙ্গিত মিলল। ম্যাচ শেষে জকোভিচ কোর্ট ছাড়ার আগে এক মুহূর্তের জন্য সব ব্যাগ নামিয়ে পিছন ফেরেন। সমর্থকদের উদ্দেশে হাতও নাড়েন। যা দেখে অনেকেরই মনে হচ্ছে ৩৮-র জকোভিচ হয়তো এর মাধ্যমেই বিদায়ী বার্তা দিয়ে দিলেন।

 

এরপর ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনেও জকোভিচ নিজেই অবসরের আভাস দেন। 'এটা আমার এখানে শেষ ম্যাচ হলেও হতে পারে। সত্যি বলতে জানি না। সেই কারণেই ম্যাচ শেষে আমি খানিকটা আবেগঘন হয়ে পরি। যদি সত্যিই এটা রোলা গ্যাঁরোজে আমার শেষ ম্যাচ হয়, তাহলে বলব আজকের পরিবেশটা দারুণ ছিল, সমর্থকরাও দারুণ সমর্থন দিয়েছেন। আমি কি আরও খেলতে চাই? হ্যাঁ, অবশ্যই চাই। কিন্তু ১২ মাস পরে আবার এখানে ফিরব কি না জানি না। বর্তমানে এটুকুই বলতে পারি।'

2025-06-07T03:35:47Z