NEYMAR JR: কিছুতেই কমছে না জ্বর, পরীক্ষা করাতেই করোনা ধরা পড়ল নেমারের, বিবৃতি দিল তারকার ক্লাব

নয়াদিল্লি: শেষ হয়েও হইল না শেষ। করোনার বিষয়টাও যেন অনেকটা এমনই। দেশে, রাজ্যে হু হু করে বাড়ছে করোনার প্রভাব। বিশ্বেও ফের একবার উর্ধ্বমুখী কোভিড-১৯ (Covid-19) আক্রান্তের গ্রাফ। এবার করোনায় আক্রান্ত হলেন নেমার জুনিয়রও (Neymar Jr)। তাঁর ক্লাব সান্তোসের তরফেই সপ্তাহান্তে নেমারের কোভিড আক্রান্ত হওয়ার খবর জানানো হয়।

ব্রাজিলিয়ান ক্লাবের তরফে এক বিবৃতিতে নেমারের শারীরিক পরিস্থিতি নিয়ে আপডেট দেওয়া হয়। ক্লাবের তরফে বলা হয়, 'বৃহস্পতিবার থেকে ভাইরাল ফিভার থাকার কারণে নেমার বিভিন্ন পরীক্ষা করান। তাতে সান্তোসের মেডিক্যাল বিভাগ নিশ্চিত করে যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার থেকেই করোনার বিভিন্ন লক্ষণ দেখতে পাওয়ায় ও বাকি দলের থেকে আলাদাই রয়েছে। ও আপাতত বাড়িতেই বিশ্রাম রয়েছে এবং ডাক্তার যা নির্ধারিত করে দিয়েছেন, সেই অনুযায়ী ওর ট্রিটমেন্টও চলছে।'  

নেমার চোট আঘাতের কারণে সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে তেমন ম্য়াচ খেলতে পারেননি। তবে সামনেই ফিফা বিশ্বকাপ আসছে। বিশ্বকাপের সফলতম দল দুই দশক পার করে ফের একবার খেতাব জিততে মরিয়া। সেই উদ্দেশ্যে তারকা কোচ কার্লো আনসেলোত্তিকে ব্রাজিল কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রাজিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচও খেলে ফেলেছে। তবে সেলেসাওয়ের বড় ভরসা নেমার দলে ডাক পাননি। তাঁর অনুপস্থিতিতে ফের একবার হতাশই করল ব্রাজিলের আক্রমণ বিভাগ।

যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে মাঠে নেমে ব্রাজিল হতাশই করল বলা চলে। বেশ কয়েকটি সুযোগ পেয়েও ইকুয়েডরের শক্তিশালী রক্ষণের সামনে আটকে যান ভিনিসিয়াস জুনিয়াররা। ম্যাচ গোলশূন্য় ড্রয়ে শেষ হয়ে যায়। অপরদিকে, লা আলবেসেলিস্তের হয়ে প্রত্যাবর্তন ম্যাচে মেসিকেও বেশ ফিঁকে দেখায়। তবে জুলিয়ান আলভারেজ় একমাত্র গোলে চিলিকে হারায় বিশ্বচ্যাম্পিয়নরা।   

ইকুয়েডরের বিরুদ্ধে ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে তেমন বড় গোলের সুযোগই তৈরি করতে পারেনি। সবথেকে বড় সুযোগটা সম্ভবত পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে তা সহজেই ইকুয়েডর গোলরক্ষক প্রতিহত করেন। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরও সুযোগ পায়। তবে নিলসন অ্যাঙ্গুলো অফসাইডের জালে বাধা পান। আনসেলোত্তির দলের হয়ে আরেকটি বড় সুযোগ পান রিচার্লিসন। ভিনিসিয়াসের পাস থেকে গোলের সামনে অবশ্য তাঁর ওই শট সম্পর্কে যত কম কথা বলা যায়, ততই ভাল। কাসেমিরোর শটও রুখে দেন ইকুয়েডর গোলরক্ষক। ম্যাচ গোলশূন্যই শেষ হয়। এই ড্রয়ের ফলে আপাতত ব্রাজিল লাতিন আমেরিকার যোগ্যতা অর্জন পর্বের পয়েন্ট তালিকায় চারে রয়েছে ব্রাজিল।

2025-06-08T10:25:47Z