MS DHONI: IPL সমাপ্ত, টুর্নামেন্ট শেষে কীভাবে সময় কাটাচ্ছেন ধোনি? ভাইরাল তাঁর সাদামাটা জীবনের ভিডিও, ছবি

রাঁচি: সপ্তাহের শুরুর দিকেই আইপিএলের মহারণ শেষ হয়েছে। ধীরে ধীরে আবার শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট মরশুম। তবে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) বহু আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কেবল আইপিএলেই তাঁকে দেখা যায় খেলতে। সেই টুর্নামেন্ট শেষে কী ভাবে সময় কাটান ধোনি? এই প্রশ্ন অনেকেরই মাথায় ঘোরাফেরা করে। আইপিএল পরবর্তী মরশুমে ধোনির জীবন যাপনেরই হালকা আভাস মিলল।

সদ্য সমাপ্ত আইপিএল মরশুমটা মাহির দলের জন্য একেবারেই হতাশাজনক কেটেছে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ধোনির হাতে নেতৃত্বের দায়ভার উঠে। কিন্তু দলকে সফল্য এনে দিতে এ দফায় সম্পূর্ণ ব্যর্থ মাহিরা। মরশুম শেষের পর আবার রাঁচিতে ফিরে গিয়েছেন। সেখানে ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের সাদামাটা জীবন যাপন দেখে তাঁর যে এত এত অনুরাগী রয়েছে. তা বোঝা দায়।

 

একাধিক ভাইরাল ভিডিওতে ধোনিকে আইপিএল শেষে নিজের শহর রাঁচিতে কখনও বাইক চালাতে দেখা গেল, কখনও আবার মাছ ধরে করে তাঁর হাসিমুখের ছবি দেখা যায়।া

2025-06-08T05:55:01Z