ম্যাঞ্চেস্টার: রেড ডেভিলসের ঘরের মাঠে রেডসদের তাণ্ডব। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের (Man United vs Liverpool) ৭-০ জয় এখনও অনেকের স্মৃতিতেই তাজা। মরশুম বদলেছে, ম্যানেজার বদলেছে, তবে ফের একবার সেই ম্যাচেরই স্মৃতি ফিরিয়ে আনল আর্নে স্লটের (Arne Slot) দল। কার্যত একপেশে এক ম্যাচে রেড ডেভিলসদের ৩-০ গোলে হারাল লিভারপুল। সত্যি বলতে মার্সিসাইডের দল গোলের সামনে আরেকটু ভাল করলে, হয়তো পাঁচ, ছয় গোলও জিততে পারত।
লিভারপুলের হয়ে এদিন জোড়া গো করেন লুইস ডিয়াজ়। অপর গোলটি আসে মহম্মদ সালার (Mohammed Salah) পা থেকে। নিজের শেষ পাঁচ প্রিমিয়ার লিগ ম্যাচে এই নিয়ে ওল্ড ট্রাফোর্ডে সাত নম্বর গোল করলেন মিশরের তারকা ফরোয়ার্ড। ম্যাঞ্চেস্টার সিটি বাদে একমাত্র প্রিমিয়ার লিগ (Premier League 2024-25) দল হিসাবে এ মরশুমে নিজেদের প্রথম তিন ম্যাচই জিতেছে লিভারপুল। রেডসরা এখনও পর্যন্ত একটি গোলও হজম করেনি। ১৯৭৫ সালে বব পেইজ়লির পর প্রথম লিভারপুল ম্যানেজার হিসাবে ওল্ড ট্রাফোর্ডে নিজের প্রথম ম্যাচেই জয় পেলেন আর্নে স্লট। ১৩১ বছর পর কোনও লিভারপুল ম্যানেজারের দল লিগের প্রথম তিন ম্যাচেই ক্লিনশিট রাখতে সক্ষম হল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ওড়িশার ইতিহাস, প্রথম মহিলা চ্য়াম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের যোগ্যতা অর্জন করল ভারতীয় ক্লাব
2024-09-01T18:04:45Z dg43tfdfdgfd