কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ৩০ মে। একটা দিন পরই নতুন মাস। জুনের ২০ তারিখ থেকে ইংল্যান্ডের মাটিতে ভারতের ৫ টেস্টের সিরিজ শুরু হবে। রোহিত শর্মা, বিরাট কোহলি পরবর্তী যুগে প্রথম বার টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিলকে ঘিরে নানা আশায় বুক বাঁধছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এদিকে আইপিএল ফাইনাল ৩ জুন। দিল্লি ক্যাপিটালস পুরো মরসুম ভালো খেললেও প্লে অফে জায়গা করতে পারেনি। এ বার দেশের তারকা ক্রিকেটার, যিনি দিল্লির এক গুরুত্বপূর্ণ সদস্য, সেই তিনি পাড়ি দিতে চলেছেন ইংল্যান্ডে। জুনে যে ভারত-ইংল্যান্ড সিরিজ শুরু হবে, তার আগে সে দেশের মাটিতে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ‘এ’ টিমের হয়ে ওয়ার্ম আপ ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড যাচ্ছেন কেএল রাহুল (KL Rahul)।
বোর্ডের এক সূত্র বলেছে, ‘সোমবার তিনি ইংল্যান্ডে উড়ে যাবে। এবং ভারত এ দলের হয়ে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন। যেহেতু ভারতের সিনিয়র টিমে তিনি রয়েছেন, যে দল ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে খেলবে, তাই এই ম্যাচ খেলে প্রস্তুতির ভালো সুযোগ পেয়ে যাবেন লোকেশ রাহুল।’ ক্যান্টারবেরিতে আজ, ৩০ মে ভারত-এ টিমের প্রথম ম্যাচ। বেকেনহ্যামে ১৩ জুন ভারতের পূর্ণ শক্তির দল ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ খেলবে। এরপর ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২০ জুন।
সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লাল-বলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন রাহুল। তিনি বলেন, ‘লাল বলের ক্রিকেট আমি ভালোবাসি। এটা আমার কাছ থেকে বা যাঁরা ভারতীয় দলের সদস্য তাঁদের থেকে কেউ কেড়ে নিতে পারে না। ভারতীয় দলে আমি যাঁদের সঙ্গে কথা বলেছি, সকলেই একবাক্যে লাল বলে তাঁদের ভালোবাসার কথা জানিয়েছেন। টেস্ট ক্রিকেট যে আমাদের কাছে এক নম্বর, সেটাও বুঝতে পেরেছি। আমরা টেস্ট ক্রিকেট খেলতে ভালোবাসি। আর আমার জন্য যা কখনও বদলাবে না।’
2025-05-30T10:26:27Z