JASPRIT BUMRAH: প্র্যাক্টিসে ভয়ঙ্কর, ইংরেজ ব্যাটারদের রাতের ঘুম কাড়তে পারেন বুমরা, কী বলছে রেকর্ড?

কেন্ট: ইংল্যান্ডে পৌঁছেই প্র্যাক্টিসে নেমে পড়েছে ভারতীয় দল। কেন্ট কাউন্টি মাঠে পুরোদমে গা ঘামিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। আর সেই প্র্যাক্টিসে সবচেয়ে জোরাল গলায় সতীর্থদের উৎসাহিত করলেন কে?

যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চাইলে যিনি ভারতের টেস্ট দলের অধিনায়ক হতে পারতেন। স্বেচ্ছায় সরে দাঁড়ান নেতৃত্বের দৌড় থেকে। অধিনায়ক করা হয় শুভমন গিলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে তিনি খেলবেন কি না, সেটাও নিশ্চিত নয়। প্রধান নির্বাচক অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীররা আশাপ্রকাশ করেছেন যে, অন্তত তিনটি টেস্টে খেলবেন বুমরা।

সেটা শুনে ইংরেজ ব্যাটাররা স্বস্তি অনুভব করলে, ভুল করছেন। কারণ, প্র্যাক্টিসে দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা। লিডসে প্রথম টেস্টে তিনি জো রুটদের কাছে আতঙ্ক হয়ে উঠতে পারেন।

ইংল্যান্ডে ঈর্ষণীয় রেকর্ড বুমরার। ২০১৮ সালে এই দেশে প্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরা। ট্রেন্ট ব্রিজে সেই ম্যাচে সহজেই জিতেছিল ভারত। ০-২ পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া।

ট্রেন্ট ব্রিজেই ফের একবার ইনিংসে পাঁচ উইকেট রয়েছে বুমরার। ২০২১ সালের ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে। সেই ম্যাচে দাপট দেখিয়েছিল ভারত। তবে শেষ দিন বৃষ্টিতে ভেস্তে যায়। সেই সফরে পরের টেস্টে, লর্ডসে ব্যাট হাতে জ্বলে ওঠেন বুমরা। শেষ উইকেটে মহম্মদ শামির সঙ্গে ৮৯ রান যোগ করেন। তারপর বল হাতেও ম্যাজিক। অলি রবসনকে করা তাঁর স্লোয়ার এখনও অনেকের চোখে ভাসে। সেই ম্যাচে জেতে ভারত। রবসন হয়তো এখনও সেই ডেলিভারি ভুলতে পারেননি।

আর এখানেই বুমরার সাফল্য। ব্যাটারদের ভাবতে বাধ্য করেন। ভয় ধরান। রাতে দুঃস্বপ্নে ধরা দেন। ২০২৪-২৫ সালে বর্ডার-গাওস্কর ট্রফির পর অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা তো মেনেই নিয়েছিলেন যে, বুমরা-আতঙ্কেই তিনি কেঁপে গিয়েছিলেন।

আর বুমরা সবই মনে রাখেন। শনিবার তিনি ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলকে ট্রেন্ট ব্রিজে তাঁর দুবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কথা বলছিলেন। ২০১৮ সালে ডিউক বলে কীরকম স্যুইং ও সিম করিয়েছিলেন, স্পষ্ট মনে আছে ডানহাতি ফাস্টবোলারের। পরেরবার সেই বলই অতটা কারুকার্য দেখায়নি, সেটাও মনে আছে বুমরার। যদিও প্র্যাক্টিসে বুমরার বল ব্যাটারদের বেশ অস্বস্তিতে ফেলছিল। পিঠের চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ।

যদিও নির্বাচকরা ও টিম ম্যানেজমেন্ট মিলে ঠিক করেছে, পাঁচটি টেস্টেই খেলানো হবে না বুমরাকে। তাঁকে বাঁচিয়ে খেলানো হবে। তাতে বাড়তি প্রাণশক্তি পেতে পারেন বুমরা। ইংরেজ ব্যাটারদের সতর্ক হওয়ার পালা।

2025-06-09T10:14:56Z