চেন্নাই: এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল মোট তিনটি ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup) ও দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ১৯৮৩ সালের পর ২০১১ সালে ভারতীয় পুরুষ দল বিশ্বকাপ জিতেছে। ২০০৭ ও ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তবে এগুলোর মধ্যে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ২ নভেম্বর ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অনেক বেশি বলে মনে করেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার জানিয়েছেন, ''ভারতীয় মহিলা ক্রিকেট দল যে বিশ্বকাপ জিতেছে, তা আমাদের দেশের জেতা যে কোনও বিশ্বকাপ ট্রফি বা যে কোনও টুর্নামেন্টের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জয় দেশে মেয়েদের ক্রিকেটকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আজকের মত দেশের অনেক কচিকাঁচা মেয়েরা ক্রিকেটকে কেরিয়ার হিসেবে বেছে নিতে চাইবে। উদ্বুদ্ধ হবে এই জয় থেকে।'' নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন আরও বলেন, ''এই জয় দেশের মানুষের ভাবমূর্তি অনেক বদলে দেবে। মেয়েদের নিয়ে মনোভাব আরও বদলাবে এই জয়ের ফলে।''
স্মৃতিকে শুভেচ্ছা পলক মুচ্ছলের
আর কয়েকটা দিন পরেই, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মন্ধানা। পালক মুচ্ছলের দাদা, পলাশ মুচ্ছলের সঙ্গেই বিয়ে হতে চলেছে স্মৃতি মন্ধানার। শোনা যাচ্ছে, এই মাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি। ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সঙ্গীতশিল্পীর সম্পর্ক কেমন? তা প্রকাশ করলেন পালক মুচ্ছল। সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ দিনটা নিয়ে একটি লম্বা পোস্ট করেেছেন পালক মুচ্ছল লিখেছেন, 'একটা মনে রাখার মতো দিন। আমার চোখের সামনেই ইতিহাস তৈরি হল। আমাদের ভারতের মেয়েরা বিশ্বকাপ হাতে তুলে নিল। এই মুহূর্ত ভাষায় প্রকাশ করার নয়। এই গর্জন গর্বের, এই গর্জন চোখের জলের, এই গর্জন গায়ে কাঁটা দেওয়ার। সমস্ত অনুভূতিগুলো যেন আমার মনের মধ্যে এখনও ঘুরপাক খাচ্ছে। টিমের সব মেয়েকে আমার ভালবাসা, শুভেচ্ছা। ওরা যে সাহস, যে দক্ষতা দেখিয়েছে.. তাতে গোটা ভারতের হৃদয় ভরে উঠেছে। আজ আমাদের মেয়েরা শুধু ক্রিকেট খেলল না, ভারতের মেয়েরা সেই স্বপ্নটাকে সত্যি করে দেখাল, যে স্বপ্নটা বলে, 'তোমরা পারবে, তোমরাই পারবে'।
রবিবার ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হাজির ছিলেন পলক মুচ্ছল ও তাঁর ভাই অর্থাৎ স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছল।
2025-11-03T18:12:40Z