মুম্বই: সপ্তাহখানেক আগেও তিনি একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছিলেন। বিশ্বকাপের দল (Women's World Cup 2025 Final) থেকেই বাদ পড়েছিলেন শেফালি বর্মা (Shafali Verma)। তবে হঠাৎ করেই প্রতীকা রাওয়ালের চোটে তাঁর ভাগ্য খুলে যায়। দলে ডাক পড়ে তাঁর। বিশ্বকাপের সেমিফাইনালেই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচে তেমন কিছু বলার মতো করতে না পারলেও, ফাইনালে জ্বলে উঠলেন শেফালি। ম্যাচের সেরাও হলেন তিনি।
এদিন ওপেনিংয়ে নেমে শতাধিক স্ট্রাইক রেটে ৮৭ রানের ইনিংস খেলেন শেফালি। সাতটি চার ও দুইটি ছক্কা মারেন শেফালি। এটাই তাঁর ওয়ান ডে কেরিয়ারের সর্বাধিক রান। তবে ব্যাট করে থেমে যাননি তিনি। অধিনায়ক হরমনপ্রীত কৌর তাঁর হাতে বল তুলে সেখানেও অনবদ্য তিনি। ৩৬ রানের বিনিময়ে দুইটি উইকেট নেন তিনি। ম্যাচ শেষে শেফালি আবারও মনে করিয়ে দেন, তাঁকে ঈশ্বরই পাঠিয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেফালিকে বলতে শোনা যায়, 'আমি শুরুতেই বলেছিলাম ঈশ্বর আমায় ভাল কিছু করার জন্য পাঠিয়েছেন। আজ সেটার প্রতিফলন ঘটল। আর আমি খুবই খুশি যে আমরা অবশেষে বিশ্বকাপ জিতেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমার নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। আমি জানতাম নিজের মাথা ঠান্ডা রাখলে আমার পক্ষে সব সম্ভব। সেই বিশ্বাস, সেই ঠান্ডা মাথা রাখাটা কাজে দিয়েছে। আমার বাবা, মা, ভাই সকলে আমার পাশে ছিলেন। সকলেই আমায় বলছিলেন এই ফাইনাল কতটা গুরুত্বপূর্ণ এবং এখানে কেমনভাবে খেলা উচিত। আমি আজকে খালি রান করার চেষ্টায় ছিলাম। দল যাতে জেতে সেই বিষয়ে সচেষ্ট ছিলাম। আমার মাথা পরিষ্কার ছিল এবং আমি পরিকল্পনা মতোই ব্যাট করি। পরিকল্পনাগুলি বাস্তবায়িত করতে পেরে খুবই খুশি।'
ফাইনালে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চাঁদের হাঁট বসেছিল। মাঠে উপস্থিত ছিলেন রোহিত শর্মা, সচিন তেন্ডুলকররা। সচিনকে দেখেই তিনি আরও বেশি করে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানান শেফালি। 'আমি যখন মাঠে সচিন স্যরকে দেখি, তখনই আমি বাড়তি একটি আত্মবিশ্বাস পেয়েছিলাম। আমি প্রায়শই সচিন স্যরের সঙ্গে কথাবার্তা বলি। আমায় ওঁ সবসময় আত্মবিশ্বাস জোগান। ওঁরা তো কিংবদন্তি। ওঁরা ক্রিকেটের মাস্টার। ওঁদের থেকেই আমি অনুপ্রেরণা পাই। ওঁদের সঙ্গে কথা বলে অনুপ্রাণিত হই। ওঁদের দেখেই আমি উদ্বুদ্ধ হয়েছিলাম।' বলে জানান শেফালি।
2025-11-02T19:42:38Z