HARBHAJAN SINGH: কেন স্পিনের সামনে কেঁপে যাচ্ছে ভারত? কারণ জানালেন কিংবদন্তি স্পিনার

চণ্ডীগড়: একটা সময় বিশ্ব ক্রিকেটে স্পিন খেলার বিষয়ে সবচেয়ে দর মনে করা হতো ভারতীয় ব্যাটারদের। সুনীল গাওস্কর থেকে শুরু করে গুণ্ডাপ্পা বিশ্বনাথ, রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ভি ভি এস লক্ষ্মণ - স্পিনারদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন। কিন্তু স্পিন খেলার ব্যাপারে ভারতীয় ব্যাটারদের মুন্সিয়ানা কি কমছে? বিশেষ করে ভারতের পিচে স্পিনারদের বিরুদ্ধে কেন এত লড়াই করতে হচ্ছে ভারতীয় ব্যাটারদেরও?

ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংহ (Harbhajan Singh) মনে করেন, স্পিনের বিরুদ্ধে ব্যাটারদের দুর্বলতার কারণ ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটের পিচের মান খারাপ হয়ে যাওয়া।

সদ্য শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরেছে ভারত। ১৯৯৭ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার কাছে কোনও ওয়ান ডে সিরিজ হারল ভারত। শ্রীলঙ্কার স্পিনার ত্রয়ী - জেফ্রি ভ্যান্ডারসে (Jeffrey Vandersay), দুনিথ ওয়েল্লালাগে (Dunith Wellalage) ও চারিথ আসালঙ্কা (Charith Asalanka)-র বিরুদ্ধে বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় ব্যাটিং। তারপরই স্পিন খেলার ব্যাপারে ভারতের দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে।

হরভজন একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমরা এখন এমন পিচে খেলছি যেখানে বল খুব বেশি ঘোরে। আমরা জিততে চাই, জিতিও। কিন্তু আমরা টেস্ট ম্যাচ জিততে চাই আড়াই দিনে। আমার মনে হয় যদি এরকম পিচ বানাই যেখানে তৃতীয় ও চতুর্থ দিন থেকে বল ঘুরতে শুরু করবে, তাতেও আমরা ম্যাচ জিতব। তবে তাতে ব্যাটাররা ক্রিজে আরও কিছুক্ষণ সময় কাটাতে পারবে। আর আমরা স্পিনের বিরুদ্ধে আমাদের ব্যাটারদের দুর্বলতা নিয়ে কথা বলি না। এই ধরনের পিচে যে কোনও ব্যাটার আউট হয়ে যাবে। এতে স্পিনারদের খেলার ব্যাপারে আমাদের ব্যাটারদের মনোবল ধাক্কা খেয়েছে।'

প্রসঙ্গত, গত বছর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে পিচের মান নিয়েও প্রশ্ন উঠেছিল। সিরিজের প্রথম তিন ম্যাচ শেষ হয়ে গিয়েছিল তিনদিনের মধ্যে। ২০২২ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট ম্যাচের পিচকে গড়পড়তার চেয়েও খারাপ বলে বর্ণনা করেছিলেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

এই দুর্বলতা কাটানোর উপায় কী? হরভজন বলেছেন, 'আমাদের এটা সংশোধন করার সুযোগ রয়েছে। ভাল পিচে খেললেও আমাদের কেউ হারাতে পারবে না। ভারতের যা পেস বোলিং আক্রমণ, যে রকম স্পিন বিভাগ, তিন দিনে না হলেও পাঁচ দিনে আমরা টেস্ট জিতবই।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

2024-08-31T11:49:09Z dg43tfdfdgfd