FRENCH OPEN 2025: পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, সাবালেঙ্কাকে হারিয়ে ফরাসি ওপেনে প্রথমবার মুকুট কোকো গফের

প্যারিস: ফরাসি ওপেন পেল নতুন রানি । ফরাসি ওপেনে মহিলা সিঙ্গলসের খেতাব জিতে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ (Coco Gauff) । শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে বেলারুশের অ্যারিনা সাবালেঙ্কাকে ৬-৭ (৫-৭), ৬-২, ৬-৪ সেটে হারিয়ে প্রথমবার রোলঁ গ্যারোজের ক্লে কোর্টে বিজয়কেতন ওড়ালেন ২১ বছর বয়সী এই তারকা ।

এই জয় কোকো গফের কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব । ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেন জিতেছিলেন তিনি । কাকতালীয় হলেও সেই ফাইনালেও তাঁর প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কাই । শনিবারের এই জয়ের ফলে গফ সাবালেঙ্কার বিরুদ্ধে নিজের গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল জয়ের ধারা বজায় রাখলেন ।

শনিবারের ফাইনাল ম্যাচটি ছিল রুদ্ধশ্বাস, উত্তেজনায় ভরপুর । প্রথম সেট টাইব্রেকারে হেরে পিছিয়ে পড়েছিলেন কোকো । কিন্তু দ্বিতীয় সেটেই দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান তিনি । ৬-২ গেমে সেট জিতে ম্যাচে সমতা ফেরান । তৃতীয় সেটে তাঁর আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো । শেষ পর্যন্ত ৬-৪ গেমে সেট ও ম্যাচ জিতে মুকুট নিজের নামে করে নেন গফ । 

২০২৩ সালের যুক্তরাষ্ট্র ওপেনের রিপ্লে দেখা গেল যেন এবারের ফরাসি ওপেনে । সে বারও প্রথম সেট হেরে পরের দুটো সেট জিতেছিলেন গফ । সেটাই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় ছিল । নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামও তিনি জিতলেন সেই সাবালেঙ্কাকে হারিয়েই । বিশ্বের দু’নম্বরের কাছে হারতে হল এক নম্বর তারকাকে ।

বৃহস্পতিবার এই কোর্টেই চারবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা শিয়নটেকের বিরুদ্ধে যেভাবে সাবালেঙ্কা শুরু করেছিলেন সেই এক ছবি দেখা গেল এই ম্যাচেও । শুরুতেই কোকো গফের সার্ভিস দু’বার ভেঙে দেল সাবালেঙ্কা । প্রথম সেটে মাত্র ১৫ মিনিটের ভেতর এগিয়ে যান ৪-১ গেমে । যা দেখে মনে হচ্ছিল, ফাইনালে গফকে হয়তো দাঁড়াতেই দেবেন না সাবালেঙ্কা । স্ট্রেট সেটে জিতবেন ম্যাচ ।

কিন্তু এরপরই গফের প্রত্যাবর্তন । সাবালেঙ্কা কোর্টেই বারবার উত্তেজিত হয়ে পড়ছিলেন । গফ ছিলেন শান্ত, সংযত । সাবালেঙ্কার ভুলের জন্য অপেক্ষা করলেন । তারপর সাবালেঙ্কার ভুল কাজে লাগিয়ে ম্যাচেরক রাশ নিজের হাতে তুলে নিলেন ।                           

2025-06-07T19:38:22Z