EAST BENGAL FC TRANSFER UPDATE: ময়দান কাঁপানো ফুটবলারকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল! মাথায় হাত লাল-হলুদ সমর্থকদের

East Bengal FC: ইস্টবেঙ্গলের সময়টা আপাতত ভাল যাচ্ছে না। ২০২৪-এর শুরুর দিকে তারা কলিঙ্গ সুপার কাপ জয় করেছিল। তারপর লাল-হলুদ ব্রিগেডে আর সাফল্যের হাসি দেখতে পাওয়া যায়নি। তবে আগামী মরশুমে ভাল পারফরম্য়ান্স করতে মরিয়া মশালবাহিনী। আর ভাল পারফরম্য়ান্সের জন্য় ভাল করে দলগঠন করতে হবে। সেকারণেই ইতিমধ্যেই তারা দলগঠনের উপর জোর দিতে শুরু করেছে। 

East Bengal Footballer: ছিলেন বিপক্ষের ডিফেন্সের ত্রাস, ইস্টবেঙ্গলের 'প্রাণভ্রমরা' এখন কী করছেন? চমকে যাবেন

এই প্রক্রিয়ায় বেশ কয়েকজন তারকা ফুটবলারকে যেমন তারা টার্গেট করেছে, ঠিক তেমনই কয়েকজন ফুটবলারকে আবার তারা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনাও করছে। বেশ কয়েকজনকে তো আবার বিভিন্ন ক্লাব থেকেও অফার দেওয়া হচ্ছে। আর এই অফার দেওয়ার তালিকায় নাম রয়েছে এক তারকা ফুটবলারের। আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

East Bengal Footballer: ছিলেন ইস্টবেঙ্গলের 'নয়ন মণি', ২ বারের সোনার বুট জয়ী তারকা এখন কোথায়?

আমরা কথা বলছি, ২৭ বছর বয়সি লেফট ব্যাক নিশু কুমারকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি-র সুপার কাপ জয়ে অন্যতম কারিগর তিনি। বর্তমানে নিশু কুমারের ৮০ লাখ টাকা ট্রান্সফার মার্কেট ভ্যালু রয়েছে। একথা একবাক্যে স্বীকার করতেই হবে যে ৮০ লাখ টাকা অনুসারে, এই ভারতীয় ফুটবলার কিন্তু লাল-হলুদ জার্সিতে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। 

East Bengal New Footballer: দলবদলে বিরাট চমক ইস্টবেঙ্গলের, লাল-হলুদে সই ৩ 'বাঘা' বঙ্গসন্তানের

২০১৫ সালে বেঙ্গালুরু এফসি-র হাত ধরেই যাত্রা শুরু করেছিলেন নিশু কুমার। টানা ৫ বছর তিনি এই নীল জার্সির হয়ে ফুটবল খেলেন। বেঙ্গালুরুর হয়ে নিশু সুপার কাপ, আই-লিগ এবং ফেডারেশন কাপ জয় করেন। এরপর চার বছর অর্থাৎ ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেন। অবশেষে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন তিনি।

East Bengal New Footballer: দলবদলের বাজারে বাম্পার চমক ইস্টবেঙ্গলের, এই দুর্ধর্ষ ফুটবলার লাল-হলুদের পথে

সূত্রের খবর এই নিশুর সঙ্গে ইস্টবেঙ্গল আর চুক্তি বাড়াতে চাইছে না। ফ্রিকিং অ্যান্ড স্পোর্টস নামের একটি ফেসবুক পেজে নিশু কুমারকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়। সেখানেই বলা হয়েছে, ওড়িশা এফসি কিন্তু ইতিমধ্যে অফার দিয়েছে লাল-হলুদের লেফট ব্যাক ফুটবলারকে। এই পরিস্থিতিতে নিশু কুমার ইস্টবেঙ্গল জার্সি ছেড়ে অন্য কোন দলের হয়ে আগামী মরশুমে খেলতে নামেন, সেটাই আপাতত দেখার।

2025-06-10T08:01:06Z