জম্মু ও কাশ্মীর: বেসরকারি ক্রিকেট লিগে খেলতে ভারতে এসে আটকে পড়লেন ক্রিস গেল (Chris Gayle), মার্টিন গাপ্টিলের (Martin Guptill) মতো তারকা! কাশ্মীরে হোটেলবন্দি রয়েছেন তাঁরা ।
অক্টোবরের শেষ সপ্তাহে শ্রীনগরে শুরু হয়েছিল ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ (IHPL) । আয়োজক মোহালির সংস্থা যুব সোসাইটি । সেই টুর্নামেন্ট খেলতে শ্রীনগরে এসেছেন ক্রিস গেল, ডেভন স্মিথরা । জেসি রাইডার, শাকিব আল হাসানের ছবি দেওয়া বিলবোর্ডে ছেয়ে গিয়েছিল শহর । বলা হয়েছিল, এই তারকারা আইএইচপিএলে খেলবেন । ৮ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল এই লিগ ।
কাশ্মীরে খেলতে এসে ঘরবন্দি হয়ে পড়েছেন ক্রিস গেল, জেসি রাইডার, মার্টিন গাপ্টিলের মতো বিখ্যাত ক্রিকেটারেরা! জানা গিয়েছে, ইন্ডিয়ান হেভন প্রিমিয়ার লিগে খেলতে এসেছিলেন তাঁরা । একটি হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করেন আয়োজকরা । কিন্তু সেই হোটেলের বিরাট অঙ্কের বকেয়া রেখেছেন আয়োজকরা । এবার তারপর পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ । বকেয়া টাকা না পেয়ে তারকারা খেলবেন না বলে ঠিক করেছেন । ক্রিকেটারদের কার্যত আটকে রাখা হয় কাশ্মীরের ওই হোটেলে ।
মেলিসা জুনিপার নামে এক আম্পায়ার পরে জানিয়েছেন, হোটেল থেকে শুরু করে ক্রিকেটার, এমনকী আম্পায়ারদেরও বিরাট অর্থ বকেয়া রেখেছে আয়োজকরা । টাকা না মিটিয়েই পালিয়েছে তারা ।
হোটেলের এক শীর্ষ পদাধিকারী জানিয়েছেন, কাশ্মীরের পর্যটনকে উৎসাহিত করতে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে লিগের আয়োজকরা আশ্বাস দিয়েছিলেন শুরুতে । কিন্তু বকেয়াটুকু পর্যন্ত না মিটিয়ে আয়োজকরা পালিয়েছে । সূত্রের খবর, বকেয়া না পাওয়ার দরুণ ক্রিকেটারদের হোটেল ছাড়তে দেয়নি কর্তৃপক্ষ । পরে অবশ্য সেই সমস্যার সমাধান হয়েছে, চেক আউট করেছেন ক্রিকেটাররা । তবে ক্রিস গেল, মার্টিন গাপ্টিলের মতো তারকারা রয়েছেন যে লিগে, সেই লিগেই এই দুরবস্থা নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে ।
2025-11-03T19:27:39Z