Abrar Ahmed, Shakib Al Hasan, PAK vs BAN: গত বছর ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে 'টাইম আউট' করেছিলেন। সেই ঘটনা অনেকেরই মনে থাকার কথা। আর, এটা সেই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ছিল। কারণ, নিয়ম অনুযায়ী ম্যাথিউসকে আউট দেওয়া হয়েছিল। কারণ, হেলমেটের ফিতা ছেঁড়া জানিয়ে ক্রিজে এসে বল খেলার জন্য প্রস্তুত হতে দেরি করেছিলেন শ্রীলঙ্কান ব্যাটার। টাইম আউটের আগে তিন মিনিটের বেশি সময় নিয়েছিলেন।
সাকিব চাইলে সেই সময় ম্যাথিউসকে আপিল ফিরিয়ে ক্রিজে ফেরাতে পারতেন। কিন্তু, তিনি সেটা করেননি। সেই ঘটনার পর দশ মাস পেরিয়ে গেছে। কিন্তু, রাওয়ালপিন্ডি দেখাল, ওই ঘটনার জেরে ক্রিকেটীয় মহলে ভয়টা রয়েই গেছে। সোমবার, পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে তাড়াহুড়ো করে মাঠে ঢুকতে দেখা গেছে। যদিও তিনি সেই সময় পুরোপুরি প্রস্তুত ছিলেন না। তাঁর গ্লাভস এবং হেলমেট ঠিক করার সঙ্গেই মাঠে ছুটে আসতে দেখা গিয়েছে।
লিটন দাস (১৩৮) ও মেহেদি হাসান মিরাজ (৭৮)-এর সৌজন্যে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ২৭৪ রানের জবাবে ৬ উইকেটে ২৬ রান থেকে বাংলাদেশের ইনিংস পৌঁছে যায় ২৬২ রানে। বাংলাদেশের বোলাররাও দুর্দান্ত বল করে ম্যাচ বাংলাদেশের দিকে টেনে আনেন।
হাসান মাহমুদ এবং নাহিদ রানার পেস বোলিংয়ের সুবাদে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যায়। মাহমুদ এবং নাহিদ ভাগাভাগি করে ৯টি উইকেট নেন। ১০ম উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের এক ইনিংসে ১০টি উইকেট নেওয়ার এটাই প্রথম ঘটনা। আবরার, তাড়াহুড়ো করে ক্রিজে আসলেও মাত্র ১২টি বলের বেশি টিকতে পারেননি। তিনি মাত্র দুই রান করেন। বাংলাদেশ প্রথম টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেয়েছিল।
আরও পড়ুন- হালকা নিয়েছিল বাংলাদেশকে! চুনকাম হয়ে সিরিজ হারতেই পাকিস্তানের চরম ভুল প্রকাশ্যে
দ্বিতীয় টেস্ট জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৮৫ রান। পঞ্চম দিনে বাংলাদেশ সেই লক্ষ্য পূরণ করল। মাত্র ৪ উইকেটে তারা করে নিল ওই রান। আর, তার জেরে ৬ উইকেটে পাকিস্তানকে হারিয়ে রাওয়ালপিন্ডি টেস্ট জিতে তৈরি করল ইতিহাস। বাংলাদেশের হয়ে জাকির হাসান (৪০), নাজমুল হোসেন শান্ত (৩৮), মুমিনুল হক (৩৪) এমনকি সাদমান ইসলাম (২৪) রান করেছেন। বাকি কাজটা করে দেন মুশফিকুর রহিম (২২) ও সাকিব আল হাসান (২১)।
2024-09-03T15:17:07Z dg43tfdfdgfd