মিউনিখ: স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন হল পর্তুগাল। রুদ্ধশ্বাস এই ফাইনাল ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে দুই দলই ছিল ২-২ গোলে সমতায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে আলভারো মোরাতার নেওয়া শট রুখে দিয়ে পর্তুগালকে শিরোপা এনে দেন গোলকিপার দিয়োগো কস্তা।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ফেভারিট হিসেবেই মাঠে নামে। ২১ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডি। তবে মাত্র পাঁচ মিনিট পরেই সমতায় ফেরে পর্তুগাল। নুনো মেন্ডেজের নিখুঁত শটে স্কোরলাইন হয় ১-১। এরপর ৪৫ মিনিটে আবারও লিড নেয় স্পেন, এবার গোল করেন মিকেল ওয়াইয়েরজাবাল।
বিরতির পর শুরুতেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পর্তুগিজরা। ৬১ মিনিটে গোল করে নিজের নাম স্কোরশিটে তোলেন ৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাতীয় দলের হয়ে এটি তার ১২৯তম গোল। ম্যাচের বাকি সময়ে দুদলই আক্রমণ চালালেও আর গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে স্পেনের হয়ে চতুর্থ শট নিতে আসেন আলভারো মোরাতা, কিন্তু তার শট ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলকিপার। পর্তুগাল পাঁচটি শটেই সফল হলে ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয়।
আরও পড়ুনঃ Preity Zinta: ‘আমার পাশে এসে বসো…’ প্রীতিকে একী বললেন পন্টিং? তারপর যা ঘটল…
২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশনস লিগের প্রথম আসর জিতেছিল রোনাল্ডোর পর্তুগাল। এবারও তাঁর নেতৃত্বেই দ্বিতীয়বারের মতো ট্রফি জিতল দলটি। চোখে জল নিয়ে সিআর সেভেন বলেন, “এটি আমার জন্য বিশেষ মুহূর্ত। বয়স শুধুই একটি সংখ্যা।” ১৭ বছরের স্প্যানিশ তারকা ইয়ামাল ছিলেন আলোচনায়, কিন্তু অভিজ্ঞতার কাছে হার মানতে হলো তাকেও। ৪০-এ এসে রোনাল্ডোর এই জয় ফুটবল বিশ্বে নতুন অনুপ্রেরণা হয়ে থাকল।
2025-06-09T03:42:17Z