India Women vs South Africa Women Final: মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জন্য ম্যাচ শুরু হতে দেরি হয়েছে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকেল তিনটেয়। কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় প্রথমে ঠিক হয়, বিকেল সাড়ে তিনটেয় ম্যাচ শুরু হবে। কিন্তু বৃষ্টির জন্য পিছিয়ে যায় ম্যাচ। বৃষ্টিভেজা পরিবেশে টসে জিতলে ভারতীয় দল নিশ্চিতভাবেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিত। কিন্তু টসে হেরে যাওয়ায় সেটা হল না। ফলে ভারতের ব্যাটিং লাইনআপকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। বড় স্কোর করতে না পারলে বিশ্বজয় করা সম্ভব নয়। ভারতের ওপেনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
2025-11-02T11:17:10Z