আইপিএল ২০২৬: কেন উইলিয়ামসনের পর টম মুডির সঙ্গে চুক্তি, দল গুছিয়ে নিচ্ছে লখনউ

Lucknow Super Giants: আগামী বছরের আইপিএল-এর (IPL 2026) আগে দলের কোচিং বিভাগকে শক্তিশালী করে তুলছে লখনউ সুপার জায়ান্টস। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের (New Zealand) কেন উইলিয়ামসনকে (Kane Williamson) দলের কৌশলগত পারমর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। এবার অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন অলরাউন্ডার টম মুডিকে (Tom Moody) লখনউ সুপার জায়ান্টসের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে নিয়োগ করা হল। আইপিএল-এর পাশাপাশি এসএ২০ (SA20) ও দ্য হান্ড্রেডে (The Hundred) সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল আছে। সব দলেরই দায়িত্ব দেওয়া হয়েছে মুডিকে। কিছুদিন পরেই হতে চলেছে আইপিএল ২০২৬-এর নিলাম। আগামী মরসুমের দল গঠনের ক্ষেত্রে মুডির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন ক্রিকেটারদের দলে নেওয়া হবে এবং দলের কৌশল কী হবে, সে বিষয়ে তিনি মতামত পেশ করবেন।

কোচ হিসেবে অভিজ্ঞ মুডি

পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে গত দুই দশক ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত মুডি। তিনি বিভিন্ন দলের কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল-এও কোচিংয়ের অভিজ্ঞতা আছে। তাঁর কোচিংয়ে ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ভারতীয় ক্রিকেটের সংস্কৃতি এবং এদেশের ক্রিকেটারদের সঙ্গে ভালোভাবেই পরিচিত মুডি। ফলে তিনি দলকে সাফল্য এনে দিতে পারবেন বলে আশায় লখনউ সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট। মুডির সঙ্গ থাকছেন উইলিয়ামসন। তাঁরা দলকে সাহায্য করতে পারেন।

2025-11-04T08:02:09Z