KOLKATA DERBY: সোমবার যোগী রাজ্যে ডার্বি, কখন কীভাবে দেখবেন ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ?

সোমবার কলকাতা ডার্বি (Kolkata Derby) লখনউতে। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ও ইস্টবেঙ্গল (East Bengal)। উত্তর প্রদেশে ফুটবল বিস্তারের জন্য এই বিশেষ উদ্যোগ নিলেন এআইএফএফ (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) । 

কখন কোথায় হবে এই ম্যাচ?

২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৩০টা থেকে কেডি সিং বাবু স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইষ্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। এই ম্যাচ সরাসরি দেখা যাবে ডিডি স্পোর্টস চ্যানেলে। ডার্বির আয়োজক সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, উত্তরপ্রদেশ ফুটবল সংঘ। এছাড়াও এই খেলার জন্য এআইএফএফ উত্তরপ্রদেশের ৭৫ টি জেলার ২১৫৫১ টি স্কুলে ৯৬৪৫৫ টি ফুটবল দেবে।

উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশে। বিনো জর্জের কোচিং-এ শুরু হয়েছে গিয়েছে অনুশীলন। অন্যদিকে রবিবার সন্ধ্যায় মোহনবাগান পৌঁছাবে উত্তরপ্রদেশে। ডার্বি প্রসঙ্গে সবুজ- মেরুনের কোচ দেগি কার্ডোজা জোর দিয়ে বলেছেন, 'ডার্বি সবসময়ই সমর্থকদের উত্তেজিত করে, তা যেখানেই খেলা হোক। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি।' অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ জানিয়েছেন,' ইস্টবেঙ্গল আর মোহনবাগান চিরাচরিত প্রতিদ্বন্দ্বী। এই ম্যাচ খুবই ভালো হবে।' এক কথায় এবার দুই দল মুখোমুখি হতে চলেছে উত্তরপ্রদেশে। তাই যোগীরাজ্যে কে যেতে ডার্বি সেইদিকেই তাকিয়ে রয়েছে ফুটবল প্রেমীরা। 

মূল দল নামাতে পারবে না কোনও ক্লাবই

তবে ২ সেপ্টেম্বর লখনউ-এর ডার্বিতেও হয়ত মূল দল নামাতে পারবে না কোনও দলই। রিজার্ভ দল এই ম্যাচ খেলবে তবে ডার্বির উত্তেজনা লখনউতে পৌঁছে যাবে। সেটাই আসল উদ্দেশ্য। ৩১ আগস্ট ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ খেলেছে মোহনবাগান। ২ দিনের মধ্যেই মূল দলকে নামিয়ে দেওয়া সম্ভব নয়। পাশাপাশি সামনে এএফসি কাপ (AFC Cup) ও আইএসএল-এর (ISL) ম্যাচ রয়েছে। কোনও ফুটবলারের চোট লেগে গেলে সমস্যা আরও বাড়বে। সে বিষয় খেয়াল রাখতে হবে দুই দলের কোচকেই। মোহনবাগান আইএসএল-এর প্রথম ম্যাচে নামবে ১৩ সেপ্টেম্বর। আর ইস্টবেঙ্গল খেলবে ১৪ সেপ্টেম্বর।   

2024-09-01T12:40:32Z dg43tfdfdgfd